শীতের কামর উত্তরবঙ্গে! বছর শেষের আগে আরও বাড়বে ঠান্ডা, জানুন আবহাওয়ার খবর

Published on:

Published on:

Weather Update winter grips North Bengal with the lowest temperature at 12.5 degrees celsius
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষের পথে। অন্যদিকে কুয়াশা ও ঠান্ডায় জবুথুবু উত্তরবঙ্গবাসী (Weather Update)। বেশ কয়েক দিন ধরেই জাকিয়ে ঠান্ডা পড়েছে। যার ফলে কনকনে ঠান্ডায় কাবু হয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলা। এছাড়াও কুয়াশার কারণে দিনের বেলাতেও নেমে আসছে অন্ধকার। তার ওপরে টুপটাপ করে ঝরে পড়ছে শিশির। এই কুয়াশার ফলে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে চালকদের গরম চা ও জল খাইয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি এই ঠান্ডায় যথারীতি কাবু হয়েছে উত্তর বঙ্গবাসী।

উত্তরবঙ্গে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি (Weather Update)

সপ্তাহের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গে হাড়-হিম করা ঠান্ডা পরল (Weaather Update)। আজ উত্তরবঙ্গের তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রির ঘরে। যদিও সপ্তাহের প্রথম দিন থেকেই হাড় হিম করা ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় সারাদিনে একবারও দেখা মেলেনি সূর্যের। যার ফলে মরশুমের শীতলতম দিন বলে আজকের দিনটিকে বলা হচ্ছে।

Weather Update winter grips North Bengal with the lowest temperature at 12.5 degrees celsius

আরও পড়ুন: সপ্তাহান্তে লং ড্রাইভের সেরা ঠিকানা,গাড়ি নিয়ে পৌঁছে যান দক্ষিণবঙ্গের ডুয়ার্স

এছাড়া এই ঠান্ডায় শীতে অনেকের রাস্তার ধারে রাত কাটাচ্ছেন। তাদের গায়ে কম্বল তুলে দিতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এছাড়াও রাস্তার মোড়ে মোড়ে চলছে আগুন পোহানো। পাশাপাশি চায়ের দোকানে উপচে ওঠা ভিড় চোখে পড়ছে।

এছাড়া, মঙ্গলবার ভোর থেকে প্রচন্ড কুয়াশার লক্ষ্য করা গিয়েছে, জলপাইগুড়িতে। এই দিন সকাল ৯টা নাগাদ ও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা। এমনকি দেখা মেলেনি সূর্যের। পাশাপাশি রাস্তায় লোকজনের সংখ্যা ছিল হাতে গোনার মতন।জলপাইগুড়ির পাশাপাশি, ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তরবঙ্গের ময়নাগুড়ি, ধুপগুড়ি শহর ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকাগুলো।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা এখন নিম্নমুখী। যেখানে গত কয়েক দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ১০-১২ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশেই ঘোরাঘুরি করছে। তবে আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ আরও কিছুটা নামবে বলে পূর্বাবাস দিয়েছে। যার ফলে গাড়িচালকদের ও মোটরবাইক চালকদের জাতীয় সড়কে ফগলালাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বলা হয়েছে (Weather Update)।