বাংলা হান্ট ডেস্কঃ প্রতি বছর দেশের অর্থনীতি কীভাবে চলবে, সরকার কোথায় কত টাকা খরচ করবে আর সাধারণ মানুষের জন্য কী সুবিধা আসতে পারে তারই হিসেব থাকে কেন্দ্রীয় বাজেটে (Budget 2026)। এই বাজেট সংসদে পেশ করারও একটা নির্দিষ্ট প্রথা আছে। সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন অর্থবর্ষ শুরুর আগেই বাজেট পেশ করার এই রীতি বহু বছর ধরেই চলে আসছে, যাতে ১ এপ্রিল থেকে নতুন বাজেট অনুযায়ী দেশের আর্থিক কাজকর্ম শুরু করা যায়।
২০১৭ সাল থেকে বজায় রয়েছে বাজেট (Budget 2026) পেশ করার এই ধারা
প্রতি বছর ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। ২০১৭ সাল থেকে এই ধারাই বজায় রয়েছে। কিন্তু আগামী ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। রবিবারে কি সংসদ বসবে, নাকি একদিন পিছিয়ে বাজেট (Budget 2026) পেশ করা হবে? ওই প্রশ্নই এখন ঘুরছে সংসদে। তবে সূত্রের খবর, সংসদীয় প্রথা মেনে চলা হলে রবিবার, ১ ফেব্রুয়ারিতেই বাজেট (Budget 2026) পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
কেন ১ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হয়?
অনেকের মনেই প্রশ্ন কেন ১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করা হয়? সূত্র জানিয়েছে, নতুন বছর শুরু হয় ১ জানুয়ারি থেকে, তবে দেশের নতুন অর্থবর্ষ শুরু হয় ১ এপ্রিল। চলতি অর্থবর্ষ শেষ হয় ৩১ মার্চ। তাই ১ এপ্রিল থেকে নতুন বাজেট কার্যকর করার জন্যই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়।
২০১৭ সালের আগে ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট পেশ করার রীতি ছিল। সেই সময় সংসদে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পাশ করিয়ে নতুন অর্থবর্ষের প্রথম তিন মাসের খরচ চালানোর ব্যবস্থা করা হত। তবে ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই নিয়ম বদলান। তাঁর আমলেই ১ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার প্রথা চালু হয় এবং মার্চের শেষের মধ্যেই বাজেট অনুমোদন হয়ে যায়।
উল্লেখ্য, গত কয়েক বছরে মাত্র একবারই এই প্রথা ভেঙে রবিবারে সংসদ অধিবেশন বসেছিল। ২০২০ সালে করোনাকালের মধ্যে রবিবারও সংসদের অধিবেশন হয়েছিল। তারও আগে, ২০১২ সালের ১৩ মে সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে রবিবারে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।

আরও পড়ুনঃ ২০২৬-এর বিধানসভা ভোট কবে? শাহের বক্তব্যেই মিলল স্পষ্ট ইঙ্গিত
সব মিলিয়ে এবছরের কেন্দ্রীয় বাজেট (Budget 2026) ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন রবিবার হলেও কি ১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ হবে, নাকি শেষ মুহূর্তে বদলাবে সিদ্ধান্ত? সূত্র জানিয়েছে, সেই উত্তর মিলবে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির চূড়ান্ত সিদ্ধান্তেই।












