মোবাইলে কথা বলতে গিয়েই বিপত্তি, চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল তৃণমূল ছাত্রনেতার

Published on:

Published on:

Young Trinamool Congress Student Leader Dies After Falling From Train
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে বিষাদের সুর। আনন্দ, উৎসব আর কার্নিভালের রঙে যখন ভরে উঠেছে মালদা, ঠিক তখনই ফরাক্কায় নেমে এল গভীর শোক। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক তরুণ ছাত্রনেতার। এক মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিল ২৩ বছরের একটি প্রাণ।

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ছাত্রনেতার

সূত্রের খবর, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হওয়া তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ছাত্র নেতার নাম কুলদীপ মন্ডল। তিনি ফরাক্কা ব্লকের বেওয়া ২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি। তাঁর বয়স আনুমানিক ২৩ বছর। কুলদীপের বাড়ি ফরাক্কা ব্লকের রামনগর এলাকায়। জানা গিয়েছে, বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত মালদা টাউনে চলছিল কার্নিভাল। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কার্নিভাল চলার কথা। সেই কার্নিভাল দেখতেই মালদা গিয়েছিলেন কুলদীপ মণ্ডল।

কীভাবে ঘটে দুর্ঘটনা?

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে ফরাক্কায় নিজের বাড়ি ফিরছিলেন কুলদীপ। রাতের ট্রেনে দরজার কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন কুলদীপ। সেই সময় ট্রেন খালতিপুর স্টেশনে ঢোকার মুখে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের গেট থেকে পড়ে যান তিনি।

Young Trinamool Congress Student Leader Dies After Falling From Train

আরও পড়ুনঃ ভোট দিতে পারবেন তো মতুয়ারা? বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন…

ঘটনাস্থলেই মৃত্যু হয় কুলদীপ মণ্ডলের। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে মালদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
কুলদীপের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরুণ ছাত্রনেতার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।