বাংলা হান্ট ডেস্ক: রেকর্ড ঠান্ডা পড়েছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), দুই বঙ্গেই জাঁকিয়ে বসছে উত্তুরে হাওয়া। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি, যা ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। চলতি মরসুমে এই প্রথম কলকাতায় দিনের তাপমাত্রা এতটা কমল। আবহাওয়া দপ্তর বলছে আপাতত একইরকম তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। খুব একটা হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রা। দিনের বেলা রোদের দেখা মিললেও তার জোর নেই। উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা দিনভর।
আবহাওয়া দপ্তর বলছে, চলতি বছর তাপমাত্রা সেরম পরিবর্তনের সম্ভাবনা নেই তবে নতুন বছরের শুরুতে সামান্য বাড়বে তাপমাত্রা। এবারও শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন বছরের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ফের বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের উর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কিছুটা কমবে শীত। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ভোগাবে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সব জেলাতেই। সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

আরও পড়ুন: নিরামিষেই আমিষের স্বাদ! সয়াবিন দিয়ে বানানো এই রান্না খেলে ভুলবেন চিকেন, জানুন রেসিপি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) ঠান্ডা সমানে বাড়ছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা মাত্র ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। সমতলেও হাড় কাঁপানো শীত। আবহাওয়া দপ্তর বলছে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাশাপাশি বিপদজনক পরিস্থিতি কুয়াশায়। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। গোটা উত্তরবঙ্গেই কুয়াশার জন্য সতর্ক করা হয়েছে।

ঘন কুয়াশার জেরে উত্তরবঙ্গে দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯- ৫০ মিটারে। কোচবিহারের কিছু অংশে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে আসছে বিকেলের দিকে। বছরের শেষে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।












