টাইম টেবিলের সঙ্গে রুটেও বদল, নতুন বছরে একগুচ্ছ ট্রেনের সফরসূচি পরিবর্তন শিয়ালদহ-হাওড়া ডিভিশনে

Published on:

Published on:

Indian Railways Full Refund Rule for Late Trains
Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই নতুন টাইম টেবিল মেনে চলবে ট্রেন (Indian Railways)। ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে নতুন সময়। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেনের সময়ে এসেছে বদল। কিছু কিছু ট্রেনের রুটও সম্প্রসারণ হয়েছে বলে জানানো হয়েছে। কোন কোন ট্রেনের রুট সম্প্রসারিত হয়েছে?

কোন কোন ট্রেনের (Indian Railways) রুট বদল

রেল সূত্রে খবর, ৬ জোড়া আরামবাগ-হাওড়া ইএমইউ লোকালের রুট গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০ এবং ৩৭৩৬৬। ৩৭৩৪১ এবং ৩৭৩৫৪ এই দু জোড়া হাওড়া-তারকেশ্বর-হাওড়া ইএমইউ লোকালের রুটও গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

Train route changed by Indian Railways

আরও পড়ুন : অপারেশন সিঁদুরের রেশ কাটেনি, ২০২৬-এ ফের ভারত-পাক সংঘর্ষের আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞরা

সম্প্রসারণ হয়েছে রুট: চার জোড়া তারকেশ্বর-আরামবাগ-তারকেশ্বর ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮ এবং ৩৭৩৮৬) এর রুট গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে একটি শিয়ালদহ-রানাঘাট ইএমইউ লোকাল ৩১৬৩৫ এর রুট শান্তিপুর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ৩০১১৩ বিবিডি বাগ-ব্যারাকপুর ইএমইউ লোকালের (Indian Railways) রুট সম্প্রসারণ করা হচ্ছে কল্যাণী পর্যন্ত।

আরও পড়ুন : ‘শ্রীচৈতন্য’ হয়ে কুড়িয়েছেন প্রশংসা, তবুও নিজের ব্যর্থতায় হতাশ দিব্যজ্যোতি

চলাচল সংশোধন ট্রেনের: ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ ইএমইউ লোকাল সম্প্রসারণ করা হচ্ছে কল্যাণী পর্যন্ত। অন্যদিকে ৬৩০৬৩ এবং ৬৩০৬৪ বর্ধমান-তিনপাহাড় মেমু ট্রেনের রুট সম্প্রসারণ করা হচ্ছে সাহিবগঞ্জ পর্যন্ত। পাশাপাশি ৬ টি ইএমইউ ট্রেনের চলাচল সংশোধন করা হয়েছে বলে খবর। ৩৩৩১৮/৩৩৩২১ হাসনাবাদ-বারাসত-হাসনাবাদ ইএমইউ লোকাল আগে সপ্তাহে ছয় দিন চলত। কিন্তু এখন নতুন টাইম টেবিল অনুযায়ী এখন এটি চলবে প্রতিদিন। ৩১২২৩/৩১২৪২ শিয়ালদহ-ব্যারাকপুর-শিয়ালদহ ইএমইউ লোকাল এবং ৩০১১৬/৩০১১৩ ব্যারাকপুর-বিবিডি বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের বদলে চলবে সপ্তাহে ছয় দিন করে।