বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বর্তমানে উত্তাল। প্রভাব পড়েছে সংষ্কৃতির ক্ষেত্রেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন এপার বাংলার শিল্পীরাও। এমতাবস্থায় অভিনয় ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অভিনেত্রী সিমরিন লুবাবা।
অভিনয় ছাড়লেন বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী
বাংলাদেশের বিনোদন জগতের যথেষ্ট পরিচিত মুখ তিনি। বিভিন্ন সাক্ষাৎকারেও বহুবার দেখা গিয়েছে তাঁকে। তবে হঠাৎ করেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন লুবাবা। বাও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তিনি আর মুখ দেখাবেন না। পাশ্চাত্য পোশাক ছেড়ে প্রবেশ বোরখা।

ধর্মীয় বই পড়ছেন অভিনেত্রী: এ বিষয়ে অভিনেত্রী নিজে কিছু সরাসরি না বললেও তাও মা মুখ খুলেছেন। লুবাবার (Bangladesh) মা বলেন, তাঁর মেয়ে নিজেই উপলব্ধি করেছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলে নকাব পরা শুরু করেছে। তিনি আরও বলেন, লুবাবা ধর্মীয় বই পড়ে নিজের জীবনধারায় বদল আনতে চান। সেই কারণেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন : উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ৭
মক্কায় যাবেন অভিনেত্রী: অভিনেত্রীর মা আরও বলেন, লুবাবা ইতিমধ্যেই কোরান পড়া শেষ করে ফেলেছেন। বিভিন্ন ধরণের ধর্মীয় গ্রন্থ পড়ছেন তিনি, যেগুলো পড়েই তাঁর মধ্যে পরিবর্তন এসেছে। এমনকি আগাম রমজানে তিনি মক্কায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও জানান তাঁর মা।
আরও পড়ুন : টাইম টেবিলের সঙ্গে রুটেও বদল, নতুন বছরে একগুচ্ছ ট্রেনের সফরসূচি পরিবর্তন শিয়ালদহ-হাওড়া ডিভিশনে
গ্ল্যামার জগতে পা রেখেছেন, দর্শক মহলে জনপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু তারপরেই হঠাৎ ধর্মের পথে চলার জন্য খ্যাতি, বিলাসিতা সবকিছু এক সিদ্ধান্তে ছেড়ে দিয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীর উদাহরণ রয়েছে একাধিক। ধর্মের পথে চলার জন্য অভিনয় ছেড়েছেন জায়রা ওয়াসিম, সানা খানের মতো অভিনেত্রীরা।












