বাংলা হান্ট ডেস্কঃ বছর পেরোলেই বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ভোটের মুখে যখন রাজনৈতিক মহল সরগরম, ঠিক তখনই বছর শেষের মুখে বড় ভবিষ্যদ্বাণী করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। ব্রিগেড সমাবেশ থেকে শুরু করে ২০২৬ সালের ভোটের সম্ভাব্য ফল, সবকিছু নিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
বড় রাজনৈতিক বার্তা দিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)
বছর শেষের মাসে বড় রাজনৈতিক বার্তা দিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি জানান, দুর্গা অঙ্গনের জন্য যে শিলান্যাস করা হয়েছে এবং সেই কাজের টেন্ডার হিডকোকে দিয়ে করানো হয়েছে, তার প্রেক্ষিতেই আগামী জানুয়ারি মাসের ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যে একটি বড় ব্রিগেড সমাবেশ করা হবে। হুমায়ুন কবীর জানান, ওই সমাবেশের নির্দিষ্ট তারিখ খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তাঁর দাবি, ১০ জানুয়ারির আগেই ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করা হবে।
২০২১ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে তিনি (Humayun Kabir) বলেন, সেই সময় বলা হয়েছিল ‘এবার ২০০ পার’। কিন্তু তাঁর মতে, বাস্তবে এবার ছবিটা একেবারেই আলাদা হবে। হুমায়ুন কবীরের স্পষ্ট জানান, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০০ আসনেও আটকে যাবে। তিনি আরও বলেন, বাংলার উন্নয়নের যে এজেন্ডা তাঁদের রয়েছে, সেই এজেন্ডাকে যারা সম্পূর্ণভাবে সাহায্য করবে, তাঁদের ক্ষেত্রে তাঁর কাছে কেউ অচ্ছুত নন। উন্নয়নের প্রশ্নে যাঁরা পাশে থাকবেন, তাঁদের সবাইকেই একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের আগে স্লোগান বদল, ২৬-এর নির্বাচনে ‘ফাটাফাটি’ খেলার ডাক মমতার
সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আসে ভোটের ফল নিয়ে। হুমায়ুন কবীরের (Humayun Kabir) দাবি, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি প্রথম দল হতে পারে। তবে বিজেপিও কোনওভাবেই ১২০ আসন পার করতে পারবে না বলে মন্তব্য করেন হুমায়ুন। তিনি জানান, দ্বিতীয় স্থানে থাকবে তাঁদের দল এবং তৃতীয় স্থানে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।












