২০২৫ সালে ইন্টারনেট কাঁপিয়েছে কোন কোন বিষয়? Google সার্চে শীর্ষে কী কী—রইল সম্পূর্ণ তালিকা

Published on:

Published on:

Google what was searched most in 2025
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষের দিকে। আর বর্তমান সময়ে মানুষ যে কোন কিছুই সার্চ করার জন্য ভরসা করে গুগলের (Google) ওপরে। তার ওপর ২০২৫ সালে দাঁড়িয়ে বিশ্বের কোটি কোটি মানুষ নানা প্রশ্নের উত্তর খুজে পেতে ভরসা রেখেছে গুগলের ওপর। এবার বছর শেষ প্রান্তে দাঁড়িয়ে একবার দেখে নিন ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি ট্রেন্ডে এসেছে কোন কোন বিষয়গুলি।

২০২৫-এ Google-এ সবচেয়ে বেশি কী খোঁজা হল? (Google)

২০২৫ সাল অনেকের কাছে যেমন এনে দিয়েছে নতুন সুযোগ, তেমনি বহু মানুষ অর্জন করেছে নতুন অভিজ্ঞতা ও আনন্দ। তবে কারো কারো কাছে ছিল এই বছর চ্যালেঞ্জ ও হতাশার। তবুও দৈনন্দিন জীবনে প্রয়োজন, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য কিংবা সাম্প্রতিক ঘটনা সবকিছুর উত্তর খুঁজতে মানুষ দ্বারস্ত হয়েছে গুগলের (Google) কাছে।

এবার বছর শেষ হওয়ার আগে দেখে নিন সবচেয়ে বেশি কি জিজ্ঞেস করা হয়েছে অথবা দেখা হয়েছে গুগলে। পেজ ট্রাফিকের হিসেব অনুযায়ী এই একটি প্রশ্ন থেকে প্রতিমাসে গড়ে প্রায় ৭৫ লক্ষ সার্চ করা হয়েছে। যেখানে দ্বিতীয় স্থানে ছিল “What is my IP address”? যা মাসে গড়ে ৩৬ লক্ষ্যের বেশিবার অনুসন্ধান করা হয়েছে।

এছাড়াও “Where is my refund?”, “How are you?”, “Where am I?” এবং “How to lose weight fast?” এই ধরনের প্রশ্নগুলি ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নের তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিটে গুগল প্রকাশ করেছে তাদের বিশেষ তালিকা ‘A to Z in Search 2025’। এই তালিকায় ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরের জন্য ভারতের সবচেয়ে ট্রেন্ডিং সার্চ বিষয় তুলে ধরা হয়েছে।

‘A’-এর অধীনে সবচেয়ে বেশি ট্রেন্ড করেছে সিনেমা ‘Saiyara’ এবং অভিনেতা অনিত পাদ্দা ও আহান পাণ্ডে। ‘B’-তে জায়গা পেয়েছে ব্রায়ান জনসন ও নিখিল কামাতের পডকাস্ট। ‘C’-এর জন্য ছিল ‘Ceasefire’, ‘D’-তে ‘Dharmendra’, ‘E’-তে ‘Earthquake Near Me’, আর ‘F’-এর তালিকায় উঠে এসেছে ‘Final Destination’ এবং ‘Floodlighting’।

Google what was searched most in 2025

আরও পড়ুন: পৌষ পার্বণে বানিয়ে ফেলুন সুস্বাদু ছানার মালপোয়া, এই এক উপকরণেই হবে পারফেক্ট, প্রণালী রইল

গুগল সার্চ ট্রেন্ড ২০২৫ দেখাচ্ছে যে এই বছর মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল বিনোদন, প্রযুক্তি, বিশ্বঘটনা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রশ্ন। তবে বছর শেষে দাঁড়িয়ে এই সার্চ ট্রেন্ডই যেন তুলে ধরছে ২০২৫ সালের ডিজিটাল মানসিকতার ঝলক। তাছাড়াও গুগলে Gemini সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে G, H-এর জন্য হলুদ সম্পর্কিত ট্রেন্ড দেখা গেছে। যেখানে I-এর জন্য IPL এবং ক্রিকেটার Jemima Rodrigues J-এর জন্য, K-এর জন্য Kantara, L-এর জন্য Labubu, M-এর জন্য Mahakumbh ।

N-এর জন্য Nano, O-এর জন্য Operation Sindoor। P ও Q অক্ষর দুটির জন্যই Foo Cock ট্রেন্ডিং ছিল। R-এর জন্য Ranveer Allahbadia, S-এর জন্য Squid Game এবং Sunita Williams সার্চ করা হয়েছে। Thekua T এবং U-এর জন্য Ukdiche Modak, ক্রিকেটার Vaibhav Suryavanshi V-এর জন্য। W-এর জন্য Women’s World Cup এবং Waqf Bill সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। W. X’s Grok Tool, Yorkshire Pudding। Y এবং Z-এর জন্য Zubin Gurgar এই বিষয়গুলি সব থেকে বেশি ট্রেন্ডিং অক্ষর ছিল (Google)।