বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা ঘন্টা পর শেষ হতে চলেছে আরও একটা বছর (New Year)। ভালো-মন্দ অভিজ্ঞতা কে সঙ্গে নিয়ে নতুন বছরের অপেক্ষায় রয়েছে সকলে। সকলের একটাই কামনা এই বছর যে ভুল ভ্রান্তি গুলো করা হয়েছে সেগুলো যেন আর আগামী বছর না হয়। আর সেই প্রার্থনাকে নিয়েই প্রথম দিন টা প্রত্যেকেই শুরু করতে চান। কিন্তু জানেন কি প্রথম দিন কি পড়েছেন? কি করছেন তার ওপরে গোটা নির্ভর করে সারা বছরটা। তাই জেনে নিন ১ জানুয়ারি কোন কাজগুলো ভুলেও করবেন না।
নতুন বছরের প্রথম দিনে কোন কাজ এড়াবেন? (New Year)
১) সারা বছর আপনি যায় জামা কাপড় পড়ুন না কেন। বছরের প্রথম দিন টা (New Year) ছেঁড়া, পুরনো অথবা রঙ চটা জামাকাপড় ভুলেও পড়বেন না। চেষ্টা করবেন এই দিন কালো রং এড়িয়ে চলতে। পাশাপাশি চেষ্টা করবেন এই দিন উজ্জ্বল রঙের জামা পরার।

আরও পড়ুন: CBSE দশম-দ্বাদশের ৩ মার্চের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, নতুন তারিখ কবে?
২) ২০২৬ এর ১ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। তাই এই দিন কোন আর্থিক লেনদেন করবেন না। তাছাড়া বছরের প্রথম দিন আর্থিক লেনদেন করা উচিত নয়। যেমন ধরুন কারো কাছ থেকে টাকা ধার নেওয়া যেমন উচিত নয়। তেমনই উচিত নয় টাকা দেওয়া।
৩) এই বছর অন্যান্য বছরের তুলনায় শীত একটু বেশিই পড়েছে। যথারীতি জুবুথুবু হয়ে রয়েছে বঙ্গবাসী। তবে অন্যান্য দিন অফিসের চাপ থাকার ফলে সকাল সকাল উঠতে হয়। কিন্তু ১ জানুয়ারি ছুটি। তাই এই দিন দেরি করে ওঠার প্ল্যান অনেকেই করেছেন। কিন্তু এই ভুলটা একদমই করবেন না। অলসতাকে একদমই গুরুত্ব দেবেন না তাহলেই কেলেঙ্কারি হয়ে যাবে।
৪) বছরের প্রথম দিন ঘরটাকে আলো দিয়ে সাজিয়ে তুলুন। কারণ অন্ধকার নেতিবাচক শক্তির প্রবেশ করায়। এছাড়াও বাড়ির উত্তর-পূর্বক কোণে অবশ্যই আলো জালাবেন (New Year)।












