বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে বঙ্গ রাজনীতির অন্যতম ‘হট টপিক’ সন্দেশখালি। দিনকয়েক আগে ‘স্টিং অপারেশনে’র (Sandeshkhali Sting Operation) ভিডিও ভাইরাল হওয়ার পর এই ইস্যুতে যেন অন্য মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। এবার বাংলায় এসে এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
গত শনিবার সমাজমাধ্যমে সন্দেশখালির (Sandeshkhali) ‘স্টিং অপারেশনে’র যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সন্দেশখালি ২ ব্লকের বিজেপি (BJP) মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালিতে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এই ‘চক্রান্তে’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জড়িত বলেও দাবি করেন তিনি। যদিও গঙ্গাধরের দাবি, প্রযুক্তির সাহায্যে তাঁর মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে।
Every invention has two aspects, it can be used in a positive sense but its misuse can’t be ruled out either.
In the age of Artificial Intelligence (AI), Deepfake and what not, crooks are misusing the technology for their vested interests.
Deepfake videos of renowned… pic.twitter.com/RaREW6jnbx
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 6, 2024
সন্দেশখালির ‘স্টিং’ বিতর্কের মাঝেই সোমবার কৃষ্ণনগরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছেন শাহ। সেই সভায় দাঁড়িয়ে সন্দেশখালি কাণ্ড নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন তিনি।
আরও পড়ুনঃ শতাব্দীর গাড়ি ঘিরে ‘চোর’ ‘চোর’ স্লোগান! পাল্টা যা করলেন তৃণমূল সাংসদ… তুমুল চর্চা
অমিত শাহ বলেন, ‘এতদিন ধরে সন্দেশখালির বুকে যে নেতারা মহিলাদের ওপর নির্যাতন করছিল, তাঁদের কেন গ্রেফতার করা হয়নি? এর জবাব আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আপনার দলের নেতারা দুরাচার করছিলেন। আপনার কি শেখ শাহজাহানকে নিরপরাধ মনে হয়? হাই কোর্টকে কেন এই বিষয়ে নির্দেশ দিতে হল?’
এরপর কার্যত হুঙ্কার দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে। পশ্চিমবঙ্গ থেকে তিরিশের বেশি আসন পাবে বিজেপি’। এরপর কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে আক্রমণ করে শাহ বলেন, ‘মহুয়াদিদি তো নিজেই ফেঁসে গিয়েছেন। এখান থেকে এবার রানিসাহেবাই জয়ী হবেন’।
অন্যদিকে সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি বিধায়কের দাবি, ভাইরাল ওই ভিডিও ডিপফেক। একইসঙ্গে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বর্তমানে AI-এর যুগে কী না সম্ভব? রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে এই ধরণের ভিডিও বানানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর জন্য আই-প্যাকের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু।