ভাঙড়ে তৃণমূল গোষ্ঠী কোন্দল তথা গোষ্ঠী সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই!

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা

দলীয় প্রার্থীর সমর্থনে মিটিং চলাকালীন আরাবুলের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, চেয়ার ছুঁড়োছুঁড়িতে, মাথা ফাটল দুই দলীয় কর্মীর। সভাস্থল ছেড়ে গাড়ি নিয়ে চম্পট দিলেন ব্লক সভাপতি অহিদুল ইসলাম। শনিবার ভাঙড়ের ব্যাওতা ১ নং অঞ্চলের চড়িশ্বর পাল পাড়ায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তীর সমর্থনে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ে প্রাপ্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম সহ জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন, ব্লক সভাপতি অহিদুল ইসলাম সহ ওই অঞ্চলের জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ ।এদিনের এই সভায় সকাল থেকে বেশ ঠিকঠাক চলছিল সভার শেষ মুহূর্তে তৃণমূলের অপর গোষ্ঠির লোকজন উপস্থিত হতেই ।দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহুর্তের মধ্যে সভাস্থলের চেয়ার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ছুঁড়োছুঁড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে সভা স্হল ছেড়ে গাড়িতে উঠে চম্পট দেন ব্লক সভাপতি অহিদুল ইসলাম সহ জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ ।যদিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম এবং নান্নু হোসেন ।দুই দাপুটে নেতা মারমুখী কর্মীদের বোঝানোর চেষ্টা করেন।যদিও তারাও কিছুক্ষণ পরে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

 

স্হানীয় সূত্রের জানা গিয়েছে, গন্ডগোলের সূত্রপাত, শনিবার ব্যাওতা ১ নং অঞ্চলের চড়িশ্বর পাল পাড়ায় দলীয় এক সভা কে ঘিরে। এই সভার আয়োজন করেন পঞ্চায়েত সদস্য সরিফুল সাঁপুই। সেই সভায় ভাঙড়ের ব্লক স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যদিও এই সভার অদূর উউপস্থিত ছিলেন দলের অপর গোষ্ঠির লোকজন। ব্লক সভাপতি অহিদুল ইসলাম তাঁদের সভাস্থলে আসার জন্য মাইকে আহ্বান করতেই তারা উপস্থিত হন এবং দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এমনকি চেয়ার ছুঁড়োছুঁড়িতে মাথা ফাটে ফন্টু তরফদার এবং রসুল মোল্লার ।

f1f81 img 20190511 wa0019

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ গোষ্ঠী সংঘর্ষের ঘটনা স্বীকার করে নিয়ে বলেন, “আমাদের দলীয় সভা চলাকালীন এক গোষ্ঠীর লোকজন উপস্থিত হতেই গন্ডগোল শুরু হয়, আমরা পুলিশ কে খবর দিতেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।” এ বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “এই দলটা তোলাবাজির দল, মারামারি করে দুই দিন পর শেষ হয়ে যাবে।”

সম্পর্কিত খবর