২০২৬-এ কতগুলি টেস্ট-ODI-T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? কোন কোন টুর্নামেন্টে নেবে অংশ? জানুন এখনই

Published on:

Published on:

Know Team India Schedule 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নতুন বছর অর্থাৎ ২০২৬ উপস্থিত। এদিকে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়া সারা বছর ধরে কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে (Team India Schedule) এবং কোথায় কোথায় খেলবে সেই সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনুরাগীরা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রথমেই জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার ২০২৬ সালেও ICC শিরোপা জয়ের সুযোগ থাকবে।

২০২৬-এ টিম ইন্ডিয়ার (Team India) শিডিউল:

জানুয়ারিতে নিউজিল্যান্ডের মুখোমুখি, ফেব্রুয়ারিতে T20 বিশ্বকাপ: নতুন বছর অর্থাৎ ২০২৬-এর জন্য টিম ইন্ডিয়ার শিডিউল জানুয়ারিতে শুরু হবে। ভারতীয় মেন্স ক্রিকেট টিম দেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম সিরিজ খেলবে। এই সিরিজটি ৩ টি ODI দিয়ে শুরু হবে। যা ১১ থেকে ১৮ জানুয়ারির মধ্যে খেলার কথা রয়েছে। এদিকে, ৫ ম্যাচের T20 সিরিজ আগামী ২১ জানুয়ারি শুরু হবে এবং ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

Know Team India Schedule 2026.

নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আগামী ফেব্রুয়ারি মাসে হবে T20 বিশ্বকাপ। টিম ইন্ডিয়া ICC-র এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমতাবস্থায়, শিরোপা বজায় রাখার ক্ষেত্রে টিম ইন্ডিয়া এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলি ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সম্পন্ন হবে।

২ মাস ধরে IPL-এর রোমাঞ্চ: ২০২৬ সালের T20 বিশ্বকাপ কে জিতবে তার উত্তর জানার পর, আগামী মার্চ মাসে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL।প্রায় ২ মাস ধরে এটি কেবল ভারত নয়, বিশ্বজুড়ে খেলোয়াড়দের জন্য তাঁদের পারফরম্যান্স প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হবে। IPL ২০২৬ আগামী মার্চ থেকে মে মাস পর্যন্ত সম্পন্ন হবে।

আরও পড়ুন: KKR-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান? মিলল বড় আপডেট

টিম ইন্ডিয়া জুলাই মাসে ইংল্যান্ড এবং অগাস্ট মাসে শ্রীলঙ্কা সফর করবে: IPL-এর পর, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা জুলাই মাসে ইংল্যান্ড সফর করবেন। তবে, এবারের সফরটি টেস্ট সিরিজ নয়। সাদা বলের সিরিজের জন্য এই সফর সম্পন্ন হবে। ইংল্যান্ড সফরে ভারত প্রথমে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে। যা ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। এদিকে, ১৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজ হওয়ার কথা রয়েছে। ইংল্যান্ড সফরের পর, ভারতীয় দল অগাস্টে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে। তবে, এই সিরিজের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

সেপ্টেম্বরের শিডিউল: ২০২৬ সালের সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যেখানে প্রথমে বাংলাদেশে সফর করবে ভারতীয় দল। তারপর তাদের আফগানিস্তানের বিরুদ্ধে একটি সিরিজ খেলতে হবে। এছাড়াও, ওই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি হোম সিরিজ খেলতে হবে ভারতকে। বাংলাদেশ সফরে ভারতীয় দল ৩ টি ODI এবং ৩ টি T20 খেলবে। তারা আফগানিস্তানের বিরুদ্ধেও ৩ টি T20 খেলবে। এদিকে, দেশের মাটিতে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ টি ODI এবং ৪ টি T20 ম্যাচ খেলবে। এই ৩ টি সিরিজের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ক্রেডিট কার্ড ব্যবহার করার সময়ে করবেন না এই ভুলগুলি, নাহলেই পড়বেন দুর্ভোগে

টিম ইন্ডিয়া অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফর করবে: ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফর করবে টিম ইন্ডিয়া। সেখানে ২ টি টেস্ট, ৩ টিODI এবং ৫ টি T20 ম্যাচের সিরিজ খেলবে ভারত। তবে, ম্যাচগুলি কবে সম্পন্ন হবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে বছরটি শেষ হবে: ২০২৬ সালের ডিসেম্বরে, টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি হোম সিরিজ খেলবে। যেখানে ৩ টি ODI এবং ৩ T20 আন্তর্জাতিক ম্যাচ থাকবে। সামগ্রিকভাবে ২০২৬ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রায় ৪ টি টেস্ট, প্রায় ১৮ টি ODI এবং প্রায় ২৯ টি T20 ম্যাচ খেলার কথা রয়েছে। উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার T20 বিশ্বকাপের ম্যাচগুলি T20 ম্যাচের গণনায় অন্তর্ভুক্ত নেই।