বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে রাজ্যের চার কেন্দ্রে। ওদিকে লোকসভা ভোটের মাঝেই এবার বিধানসভা ভোটের কথা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে। সোমবার মথুরাপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে সভা করেন শুভেন্দু। সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার হুঁশিয়ারি শোনা গেল বিজেপি বিধায়কের মুখে।
মথুরাপুর লোকসভায় বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, আপনারা মথুরাপুর দিলে ২৬-এ নয় ২৪ এ ফের বিধানসভার ভোট করাব। এমনকি ভাইপোকে জেলে পুড়ব। আর পিসিকে প্রাক্তন করব। পাশাপাশি ভোটে কোনো গন্ডগোল ঘটালে এবার মার হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
সোমবারের প্রচার সভা থেকে বিরোধী দলনেতা বলেন, ২৫ তারিখ মেদিনপুর এবং জঙ্গলমহলে ভোট হয়ে যাবে। পরেরদিন পাথরপ্রতিমায় সভা করব। সেদিন সবাইকে হোয়াটস অ্যাপ নম্বর দেওয়ার কথা বলেন। ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে বসে থাকব। কোনও ঘটনা ঘটলে বুথ নম্বর, পোলিং স্টেশন, থানার নাম দিয়ে পাঠাতে থাকবেন। এবার এমন মার হবে, ভোট এবার বুঝিয়ে দেব আমরা।
আরও পড়ুন: একটু পরই ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী! কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা: আবহাওয়ার খবর
শুভেন্দু আরও বলেন, দক্ষিণ ২৪ পরগনায় বিএসএফকে জায়গা দেননি। উল্টে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন। তারাই ভোট ব্যাঙ্ক বলে তো। এদিন ভোটের পাশাপাশি রামনবমীতে অশান্তি নিয়েও রাজ্যকে বিঁধলেন বিরোধী দলনেতা। সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। ‘শক্তি স্বরূপা’ আখ্যা দিয়ে সন্দেশখালির রেখা পাত্রকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান শুভেন্দু।