টিকিটের দামে সরাসরি ছাড়, চলতি মাস থেকেই ‘কল্পতরু’ ভারতীয় রেল, কীভাবে মিলবে সুবিধা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেন যাত্রীদের জন্য বছরের শুরুতেই দারুণ সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় ছাড়ের ব্যবস্থা করেছে রেল। আগামী ১৪ জানুয়ারি থেকেই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীরা সরাসরি ছাড়ের সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে। মূলত ডিজিটাল বুকিংয়ের জন্য যাত্রীদের উৎসাহ বাড়াতেই এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলে খবর রেল সূত্রে।

টিকিটের ছাড়ের ঘোষণা ভারতীয় রেলের (Indian Railways)

রেলের তরফে আরও জানা গিয়েছে, ক্যাশব্যাকের আকারে নয় বরং টিকিটের দামের উপরেই সরাসরি প্রযোজ্য হবে এই ছাড়। তবে নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমেই এই ছাড় পাবেন যাত্রীরা। রেলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত RailOne অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত টিকিটের উপরে সরাসরি ৩ শতাংশ ছাড় দেওয়া হবে।

Indian railways to give discount on train ticket fare

কীভাবে মিলবে ছাড়ের সুবিধা: যাত্রীরা ইউপিআই, ডেবিট কার্ড বা অন্য কোনও ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিট বুকিং করলে তবেই পাওয়া যাবে ছাড়। উল্লেখ্য, আগে শুধুমাত্র R-Wallet ব্যবহার করে টিকিট বুক করলেই ৩ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেত। তবে নতুন ব্যবস্থায় সরাসরি টিকিট মূল্যের উপরে পাওয়া যাবে ছাড়।

আরও পড়ুন : SIR-শুনানিতে দেওয়া যাবে না ২০১০ সালের আগে দেওয়া OBC সার্টিফিকেট, সিদ্ধান্ত কমিশনের

কোন অ্যাপে পাওয়া যাবে সুবিধা: আরও বেশি সংখ্যক যাত্রী যাতে ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থার দিকে আকৃষ্ট হয় তার জন্য এই ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই শুধুমাত্র RailOne অ্যাপের (Indian Railways) মাধ্যমে টিকিট বুক করলেই মিলবে এই ছাড়ের সুবিধা। অন্য কোনও অ্যাপ বা প্ল্যাটফর্মে মিলবে না এই সুবিধা। কিন্তু এই অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করবেন কীকরে?

আরও পড়ুন : হাইকোর্টে মামলার জেরে SSC নিয়ে নয়া জট! দু’দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্কুল শিক্ষা দপ্তর বলল…

যাত্রীদের এর জন্য প্রথমে মোবাইলে RailOne অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর IRCTC বা UTS আইডি দিয়ে লগইন করে Unreserved বা UTS অপশন বেছে নিতে হবে। এবার সফর শুরুর এবং গন্তব্য স্টেশন বেছে নিয়ে টিকিটের ধরণ বা শ্রেণি নির্বাচন করতে হবে। তথ্য যাচাই হলে টিকিট বুকিং অপশনে ক্লিক করতে হবে। বুকিং হলে একটি কিউআর কোড সহ ডিজিটাল টিকিট পাওয়া যাবে।