বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ভারতের মোট পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST সংগ্রহ (GST Collections) ১ বছরের আগের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে ৬.১ শতাংশ বেড়ে ১.৭৪ ট্রিলিয়ন ডলার হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালের ডিসেম্বরে মোট GST আদায় ৬.১ শতাংশ বেড়ে ১.৭৪ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। যার মূল কারণ হল বড় ধরণের কর হ্রাসের পর দেশীয় বিক্রয় থেকে রেভিনিউর ধীরগতি।
GST আদায়ের পরিমাণে (GST Collections) বিরাট বৃদ্ধি:
২০২৪ সালের ডিসেম্বররে GST থেকে মোট রেভিনিউ ছিল ১.৬৪ লক্ষ কোটি টাকারও বেশি। দেশীয় লেনদেন থেকে মোট রেভিনিউ ১.২ শতাংশ বেড়ে ১.২২ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। যেখানে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আমদানিকৃত পণ্য থেকে রেভিনিউ ১৯.৭ শতাংশ বেড়ে ৫১,৯৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

কত বেড়েছে রিফান্ড: উল্লেখ্য যে, ডিসেম্বরে রিফান্ড ৩১ শতাংশ বেড়ে ২৮,৯৮০ কোটি টাকা হয়েছে। রিফান্ডের সঙ্গে সামঞ্জস্য করার পর, নিট GST রেভিনিউ ১.৪৫ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। যা বার্ষিক প্রেক্ষিতে ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে সেস আদায় কমে ৪,২৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বরে ১২,০০৩ কোটি টাকা ছিল।
জানিয়ে রাখি যে, প্রায় ৩৭৫ টি পণ্যের ওপর জিএসটি হার কমানো হয়েছে। যার ফলে সেগুলি সস্তা হয়েছে। এই নতুন হার গত ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এদিকে, কম্পেনশেসন সেস এখন কেবল তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের ওপর আরোপ করা হচ্ছে। যেখানে আগে এটি লাগজারি, সিন এবং ডিমেরিট পণ্যের ওপর আরোপ করা হত।
আরও পড়ুন: নতুন বছরে নতুন নিয়ম! ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট
গত মাসে কত বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে, ২০২৫-এর নভেম্বর মাসে দেশে GST হার কমানোর ইতিবাচক প্রভাব দেখা গেছে। নভেম্বর মাসে মোট GST আদায় ০.৭ শতাংশ বেড়ে ১.৭০ লক্ষ কোটি টাকা হয়। ২০২৪ সালের নভেম্বরে মোট GST আদায় ছিল ১.৬৯ লক্ষ কোটি টাকা। ২০২৫-এ তা বেড়েছে।
আরও পড়ুন: ২০২৬-এ কতগুলি টেস্ট-ODI-T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? কোন কোন টুর্নামেন্টে নেবে অংশ? জানুন এখনই
রাজ্যগুলির রেভিনিউও বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে নভেম্বর মাসে, ২০২৪-এর তুলনায় কেবল দেশের ওভারঅল কালেকশনই বৃদ্ধি পায়নি, বরং দেশের প্রধান রাজ্যগুলির কালেকশনও বৃদ্ধি পেয়েছে। হরিয়াণায় কালেকশন ১৭ শতাংশ, কেরালায় ৮ শতাংশ এবং আসামে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুজরাট এবং তামিলনাড়ুতে যথাক্রমে ১ শতাংশ এবং ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজস্থানেও ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।












