নির্দেশ অমান্য? সরাসরি অ্যাকশন, BLO-দের কড়া হুঁশিয়ারি কমিশনের

Published on:

Published on:

SIR In Bengal Home Hearing Rule
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এসআইআর (SIR In Bengal) প্রক্রিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। কারা শুনানিকেন্দ্রে যাবেন আর কাদের বাড়িতে থেকেই শুনানি হবে, এই বিষয় স্পষ্ট জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠতেই এবার কড়া অবস্থান নিল কমিশন।

সংশ্লিষ্ট BLO-দের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারি কমিশনের

কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে, তা নিয়ে আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দেশ অমান্য করা হচ্ছে, এমন অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কমিশন। জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম না মানলে সংশ্লিষ্ট BLO এবং BLO সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কাদের ক্ষেত্রে এসআইআর (SIR In Bengal) শুনানি বাড়ি থেকে হবে?

গত ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে এসআইআর-এর (SIR In Bengal) শুনানি পর্ব শুরু হয়েছে। এই শুনানিকেন্দ্রে বয়স্ক ও অসুস্থদের হাজিরা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। তার পরই নির্বাচন কমিশন স্পষ্ট জানায়, যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, যাঁরা সন্তানসম্ভবা এবং যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, তাঁদের শুনানিকেন্দ্রে আসার প্রয়োজন নেই। একই ছাড় দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রেও। এই সমস্ত ভোটারের শুনানি হবে তাঁদের বাড়িতে গিয়ে। তবে ৮৫ বছরের কম বয়সিদের শুনানিকেন্দ্রেই হাজিরা দিতে হবে বলে জানায় কমিশন।

এই নির্দেশের পরেও অভিযোগ ওঠে, বাস্তবে অনেক জায়গায় নিয়ম মানা হচ্ছে না। অসুস্থ ও বয়স্ক ভোটারদের জোর করে শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ পৌঁছয়। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন কড়া বার্তা দেয়। জানিয়ে দেওয়া হয়, ৮৫ বছরের বেশি বয়সি ভোটার, সন্তানসম্ভবা মহিলা বা গুরুতর অসুস্থ কাউকে যদি শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা হয়, তা হলে সংশ্লিষ্ট বিএলও এবং বিএলও সুপারভাইজারের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বাড়িতে গিয়ে শুনানি (SIR In Bengal) কবে হবে, সেই সময়সূচিও স্পষ্ট করেছে কমিশন। জানানো হয়েছে, শুনানি পর্বের শেষ সপ্তাহে ৮৫ বছরের বেশি বয়সি ভোটার, সন্তানসম্ভবা, গুরুতর অসুস্থ ও বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি সম্পন্ন করা হবে।

এদিকে, শুনানির সময় যে নথিগুলি চাওয়া হচ্ছে, তার বাইরে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দেওয়ার জন্য কমিশনের কাছে সুপারিশ করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিইও দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Election Commission begins voter hearing process in Bengal

আরও পড়ুনঃ SIR-এর মাঝেই স্বস্তির বার্তা, নথি না থাকলেও শুনানি সম্ভব, কাদের জন্য এই ঘোষণা করল কমিশন?

শুধু তাই নয়, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির চা বাগানের শ্রমিকদের বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কমিশন। বহু শ্রমিক প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় চা বাগানে কাজ করছেন। তাঁদের অনেকেরই প্রয়োজনীয় নথি নেই। যাতে কোনও নথির অভাবে এই শ্রমিকদের নাম এসআইআর (SIR In Bengal) তালিকা থেকে বাদ না যায়, সে জন্য চা বাগানগুলিতে থাকা মজুরি ও পিএফ সংক্রান্ত নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। টি প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী এই তথ্য যাচাই করা হবে বলে কমিশন জানিয়েছে।