নতুন বছরের শুরুতেই সোনার দামে বড় চমক! আজ ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে জানুন…

Updated on:

Updated on:

Gold Price check at the beginning of the new year
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সোনার দাম (Gold Price) শুনলে সকলেই আঁতকে উঠছেন। কারণ এখন হলুদ ধাতুর দর লাখ টাকা ছুঁয়েছে। যার ফলে বর্তমানে গহনা কেনা এক রকমের বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তদের কাছে। তবে সামনেই আসছে বিয়ের মরশুম। সেই সময় অনেকেই সোনার গহনা কেনার পরিকল্পনা করেন। এবার আপনিও যদি এর মধ্যে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস।

নতুন বছরের শুরুতে দেখে নিন সোনার দাম কত? (Gold Price)

সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করছে। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে একবার দামের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও  অনেকেই সোনা কিংবা সোনার বার কেনেন। এখন যদি আপনিও সোনার গহনা অথবা সোনারবার কেনার পরিকল্পনা করেন তাহলে লেটেস্ট প্রাইজ দেখে নিন।

Gold Price check at the beginning of the new year

আরও পড়ুন: গ্যাসের ভয়ে ফুলকপি এড়িয়ে চলেন? রান্নার সময় এই ভুলগুলো এড়ালেই মিলবে স্বস্তি

শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৭৭০টাকা (০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৭৭০০টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৪৩৫ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৪৩৫০টাকা (০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৩৭০টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৩৭০০টাকা (০)।

সোনার পাশাপাশি নতুন বছর শুরুতে দেখে নিন আজকের রুপোর দাম কত যাচ্ছে। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩০৩০ (-৪৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩০৩০০(-৪৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩০২০টাকা (-৪৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩০২০০টাকা (-৪৯৫০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।