বাংলা হান্ট ডেস্ক :- মাত্র ১১ বছর বয়সে ছাদে খেলতে গিয়ে একবার ইলেকট্রিক শকে হাত, পা সব খুইয়ে ফেলে এই খুঁদে। তারপর থেকেই একেবারে নিস্তেজ হয়ে পড়ে সে। তবে শুধুমাত্র বাবার কথার উপর ভরসা করে অন্ততঃ পড়াশোনাটা শুরু করে সে। ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র এই শুভম।
কিন্ত শারীরিক ভাবে যেহেতু সে অক্ষম তাই স্কুলে ভর্তি হওয়ার পর তাকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবু সে হাল ছাড়েনি, শুধুমাত্র মনোবল আর বাবার কথায় আস্থা রেখেই ক্রমাগত লড়ে গেছে সে।
মা, বাবার চাওয়া পাওয়ার প্রধান কেন্দ্রবিন্দু ছিল শুধু একটাই বিষয়। এই প্রতিবন্ধকতাকে জয় করে সে যেন অন্ততঃ পাশ করে যায়। কিন্ত শুভমের এই ৭৯% নম্বর তাঁদের চোখে খুশির জল এনে দেয়। ছেলের এই ফলাফলে ভীষণ আপ্লুত এই শুভমের মা, বাবা।