বড়দিনকে ছাপিয়ে রেকর্ড ভিড় ১লা জানুয়ারি, শহরে পর্যটক টানতে ‘ফার্স্ট বয়’ হল কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বড়দিন, বর্ষশেষ এবং বর্ষবরণের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছে কলকাতাবাসী (Kolkata)। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে বছরের শেষলগ্নে এই উদযাপনগুলিও যুক্ত থাকে। এই সময়টা সকলেই ছুটির মুডে থাকায় শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়ে ভিড়। এবছরও তার ব্যতিক্রম হল না। বড়দিনকে ছাপিয়ে গেল নতুন বছরের প্রথম দিনের ভিড়ের পরিসংখ্যান।

বছরের প্রথম দিনে কলকাতার (Kolkata) দর্শনীয় স্থানে রেকর্ড ভিড়

রিপোর্ট বলছে, শহরের মূলত ছয়টি জায়গায় সবথেকে বেশি ভিড় হয়েছিল। তার মধ্যেও আবার জনপ্রিয়তায় বাকি স্থানগুলিকে টেক্কা দিয়েছে ইকো পার্ক। বড়দিনেও সবথেকে বেশি ভিড় হয়েছিল ইকো পার্কে। ৫০ হাজার ৭০০ জন মানুষ সেদিন ভিড় জমিয়েছিলেন সেখানে। কিন্তু বর্ষবরণের ভিড় ছাপিয়ে গেল বড়দিনকেও।

Kolkata crowd tops Christmas on new year

সবথেকে বেশি ভিড় কোথায়: পরিসংখ্যান বলছে, নতুন বছরের প্রথম দিনে ইকো পার্কে ভিড় হয়েছিল ৬৬ হাজার ৪৯৪ জনের। অর্থাৎ বড়দিনের চেয়েও ১৬ হাজার বেশি। ভিড় টানার দিক দিয়ে শহরের (Kolkata) অন্যান্য দর্শনীয় স্থানগুলি ইকো পার্কের ধারেকাছেও আসতে পারেনি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে চিড়িয়াখানা। বড়দিনে সেখানে গিয়েছিলেন ৪৪৬৫৪ জন। কিন্তু পয়লা জানুয়ারি ৫২৩৪১ জন ভিড় করেছিলেন চিড়িয়াখানায়।

আরও পড়ুন : স্মার্টফোন কিনবেন ভাবছেন? নতুন বছরে দ্বিগুণ বাড়তে পারে দর! কারণ কী?

বর্ষবরণের উদযাপনে মেতে মানুষ: ভিড়ের নিরিখে তিন নম্বরে রয়েছে কলকাতার অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল। পয়লা জানুয়ারি সেখানে প্রায় ৩৬৭০০ জনের ভিড় হয়েছিল, যা বড়দিনের চেয়ে প্রায় দুহাজার বেশি। বড়দিনে সায়েন্স সিটিতে গিয়েছিলেন ২২৩১৬ জন। কিন্তু নতুন বছরে সেই ভিড়কে টেক্কা দিয়ে ২৪৮৫৮ জনের পরিসংখ্যান সায়েন্স সিটিকে করে তুলেছে চতুর্থ।

আরও পড়ুন : SIR-এর মাঝেই স্বস্তির বার্তা, নথি না থাকলেও শুনানি সম্ভব, কাদের জন্য এই ঘোষণা করল কমিশন?

ভিড়ের নিরিখে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে চতুর্থ স্থানে। কিন্তু পয়লা জানুয়ারি এখানে বড়দিনকে ছাপিয়ে যেতে পারেনি। বর্ষবরণের দিন ভিড় কিছুটা কম হয়েছে যাদুঘরে। এরপরে পাঁচ নম্বরে রয়েছে আট থেকে আশি সকলের প্রিয় নিক্কো পার্ক। বড়দিনের মতোই পয়লা জানুয়ারিও কমবেশি পাঁচ হাজার মানুষের ভিড় হয়েছিল সেখানে।