নিস্তব্ধ পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অল্প খরচে ঘুরে আসুন কোলবং থেকে

Updated on:

Updated on:

Kolbong nestled in the lap of the Himalayas and surrounded by natural beauty
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকাল মানুষ ঘুরতে গেলে অফবিট জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। কারণ সেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আর সেরকমই একটি অফ বিট জায়গা হল কোলবং (Kolbong)। তার উপর বছর শুরুতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে ঘুরতে গেলে কোথায় যাবেন সেটা এখনো ঠিক করে উঠতে পারেননি। আজকের প্রতিবেদনে রইল এমন একটি জায়গার কথা, যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এই জায়গাটি দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। স্বল্প পরিচিত এই পাহাড়ের গ্রামে গেলে আপনি নিরিবিলিতে ২-৩ দিন অনায়াসে কাটিয়ে আসতে পারবে না।

ভিড়হীন পাহাড়ি ছুটি চান? হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোলবং (Kolbong)

নিস্তব্ধ পাহাড়, কুয়াশায় ঢাকা পথ ও স্বল্প দূরে কাঞ্চনজঙ্গা এই সবকিছুর এক অপূর্ব মেলবন্ধন হল কোলবং। এখানে গেলে আপনি প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, পাহাড়ি গ্রাম্য জীবন ও শান্ত পরিবেশ খুঁজে পাবে। যা আপনাকে শহরের কোলাহল থেকে মুক্তি দেবে। এই বছর শুরুতে আপনি যদি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে পরিবার অথবা প্রিয় জনকে নিয়ে এখানে একবার ঘুরে যান কোলবং (Kolbong)।

Kolbong nestled in the lap of the Himalayas and surrounded by natural beauty

আরও পড়ুন: নতুন বছর শুরুতেই সোনার দামে বড় চমক! আজ ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে জানুন…

এখানে আসলে  একদিকে আপনি যেমন দেখতে পাবেন তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য। অপরদিকে সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে। তাছাড়া এখানে আসলে আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন স্বল্প পরিচিত এই গ্রামটি।

অবশ্য, কোলবং ঘুরতে আসলে আপনি ঘুরে দেখতে পারবেন পাহাড়, পাইন ফরেস্ট, দেবদারু গাছের সমাহার। তাছাড়া এখানে রয়েছে চা বাগান। যেখানে আপনি চা’য়ের কাপ হাতে নিয়ে ঘুরে দেখতে পারেন। এছাড়াও পাহাড়ের বাঁকে বাঁকে চলে গিয়েছে রাস্তা। সেখানে ভিলেজ ওয়াকে আপনি যেতে পারেন। পাশাপাশি এখানকার সূর্যাস্ত আপনার সারা জীবন মনে থাকবে।

এছাড়া সন্ধ্যে হলেই হোমস্টের ব্যালকনিতে ঠান্ডা বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। যে সৌন্দর্য আপনি কখনোই ভুলতে পারবেন না। মনে হবে একরাশ কিরে কেউ ছড়িয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। যা দেখি আপনার মন ভালো হতে বাধ্য হবে। তবে এই গ্রামটি যেহেতু স্বল্প পরিচিত তাই এইখানে অল্প কয়েকটাই হোমস্টে রয়েছে। এবার আপনি ঘুরতে আসলে, আগের থেকে বুকিং করে আসা ভালো (Kolbong)।