বাড়ছে অর্থ সংকট! ‘দয়া করে ঘুরতে আসুন’…আর থাকতে না পেরে ভারতেরই পায়ে ধরল মলদ্বীপ

বাংলাহান্ট ডেস্ক : মলদ্বীপের (Maldives) পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল এবার কাতর আর্জি জানালেন ভারতীয় (India) পর্যটকদের (Tourist) কাছে। সে দেশে ঘুরতে যাওয়ার জন্য রীতিমতো হাতজোড় করলেন সে দেশের মন্ত্রী। মলদ্বীপের তিন মন্ত্রী অসম্মানজনক মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তারপর থেকেই মলদ্বীপ (Maldives) বয়কটের ডাক দেন বহু ভারতীয়। এই বয়কটে সামিল হয়েছিলেন বহু তারকাও। এর জেরে প্রায় অর্ধেক হয়ে গেছে মলদ্বীপের ভারতীয় পর্যটকদের সংখ্যা। এই অবস্থায় ভারতীয় পর্যটকদের সে দেশে ঘুরতে যাওয়ার জন্য অনুনয়-বিনয় করতে বাধ্য হচ্ছে মলদ্বীপ সরকার।

আরোও পড়ুন : ‘আর কতক্ষণ’! এই কাজটি করার সময়েই তাড়া দিতেন ‘দাদা’, সৌরভকে নিয়ে মন্তব্য অভিমানী ডোনার

সেদেশের একটি রিপোর্টে বলা হচ্ছে, ভারতীয় পর্যটকের সংখ্যা ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। ৭৩,৭৮৫ জন ভারতীয় পর্যটক মলদ্বীপে গিয়েছিলেন ২০২৩ সালে প্রথম চার মাসে (৪ মে অবধি)। ২০২৪ সালে সেটি কমে গিয়ে দাঁড়িয়েছে ৪২,৬৩৮ জনে। দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে গত বছর ভারত যেখানে দুই নম্বর স্থানে ছিল, সেখানে এ বছর ভারতের অবস্থান ষষ্ঠ স্থানে।

আরোও পড়ুন : আম জনতার জন্য সুখবর! স্বস্তা হল পেট্রল-ডিজেল, জানুন আপনার শহরে রেট কত

ব্যাপকভাবে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় মলদ্বীপের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। মলদ্বীপের অর্থনীতির বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে। তাই এভাবে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় প্রভাব পড়ছে সে দেশের অর্থনীতিতে। এই অবস্থায় মলদ্বীপের মন্ত্রীর আর্জি, “ভারতীয়রা দয়া করে আমাদের দেশে আসুন। আমাদের পর্যটনের সঙ্গী হোন।”

8kt97iag maldives 625x300 07 january 24

ফয়জল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতীয়রা এলে আমরা সাদরে অভ্যর্থনা জানাব। পর্যটন মন্ত্রী হিসাবেই ভারতীয়দের কাছে আবেদন, দয়া করে মালদ্বীপে আসুন। কারণ আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপর।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর