বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মরত বেসরকারি সেক্টরে। সেক্ষেত্রে কাজ থেকে অবসর নেওয়ার পর অনেকেরই থাকেনা পেনশন। কিন্তু শেষ বয়সে অর্থের প্রয়োজন আরো প্রকট হয় সবার কাছে। সংসার চালানো থেকে শুরু করে ওষুধের খরচ, আমাদের সকলেরই শেষ জীবনে দরকার নিশ্চিত রোজগারের।
তাই সাধারণ মানুষের কথা ভেবে ইন্ডিয়া পোস্ট (Post Office) একাধিক সেভিংস স্কিম চালু রেখেছে। এই স্কিমগুলির মধ্যে অন্যতম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে (Scheme) বিনিয়োগ করলে পাওয়া যায় ৮% এরও বেশি সুদ। এই স্কিমে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের থেকেও মেলে বেশি সুদ। সরকার এই স্কিমটি বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এসেছে।
আরোও পড়ুন : বাড়ছে অর্থ সংকট! ‘দয়া করে ঘুরতে আসুন’…আর থাকতে না পেরে ভারতেরই পায়ে ধরল মলদ্বীপ
এই স্কিমের সুদ সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে বৃদ্ধি করে ৮.২% করেছে। মাসে এই স্কিমে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সুদ পাওয়া যায়। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। ৬০ বছর বা তার বেশি বয়সীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। স্ত্রীয়ের সাথে যৌথভাবে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে।
পোস্ট অফিসের (Post Office) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হয় ৫ বছর। তবে তার আগে চাইলে এই স্কিম প্রত্যাহার করা যায়। সেক্ষেত্রে কিছু পেনাল্টি প্রদান করতে হয় বিনিয়োগকারীকে। ভিআরএস গ্রহনকারীরা ৫৫ বছর বয়স থেকে এই স্কিমে নাম লেখাতে পারেন। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীদের এই স্কিমে বিনিয়োগের নূন্যতম বয়স ৫০ বছর।