বৃহস্পতিবার থেকেই হবে নতুন পরিবর্তন! রাজ্যের পেনশনার, সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য সরকারের (State Government) অধীনে যে সকল কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা রয়েছেন এবার তাদের জন্যই প্রকাশ্যে এলো একটি বড়সড় আপডেট। ইতিমধ্যেই, গত ৩০ এপ্রিল রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের তরফে পেনশনভোগীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের এই নোটিশে স্বাক্ষর করার কথাও জানা গিয়েছে। সূত্রের খবর, কলকাতায় যে দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস আছে, সেগুলির স্থান বদল হবে‌। অন্যদিকে, ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদলাচ্ছে কলকাতায়।

আরোও পড়ুন : বাড়িতে বসেই প্রতি মাসে পেয়ে যান ২০ হাজার টাকা! বাম্পার অফার নিয়ে এল পোস্ট অফিস

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় তাদের কাজ শুরু করবে। এখন থেকে মির্জা গালিব স্ট্রিটেই থাকবে তিনখানা অফিস। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে।

west bengal government employees at writers buildi 1678464260508

পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১ অর্থাৎ যেটি আগে সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে ছিল, সেটির নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায় (পূর্ব দিকে)। এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায় আসছে পেনশন ডিসবার্সমেন্ট সেলের অফিসও ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর