বাংলাহান্ট ডেস্ক: দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের বার্ড ফ্লু (Bird Flu) বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি উদ্বেগ সৃষ্টি করেছে। তামিলনাড়ু ও কেরলের একাধিক জেলায় একসঙ্গে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর সামনে এসে পরিস্থিতির গভীরতা ইঙ্গিত করছে। দুই রাজ্যেরই প্রশাসনিক কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পোলট্রি খামার মালিক ও সংশ্লিষ্টদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংক্রমণ এখনও সীমিত এলাকায় থাকলেও শীতের আবহাওয়ায় এই ভাইরাস দ্রুত বিস্তার লাভের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
বার্ড ফ্লুর (Bird Flu) প্রকোপ বাড়তেই সতর্কতা জারি তামিলনাড়ু ও কেরালায়:
কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলায় সম্প্রতি বহু মুরগির দেহে অত্যন্ত সংক্রামক H5N1 প্রজাতির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত খামারগুলোতে নমুনা পরীক্ষার পাশাপাশি নজরদারি কঠোর করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, সংক্রমণের বিস্তার রোধ করতে নির্দিষ্ট কিছু এলাকায় মুরগি পরিবহন ও বাজারজাতকরণে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে, সব পোলট্রি ফার্মে কঠোর জীবাণুনাশন প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশের ‘পচা ডোবা’, হাল ফেরাতে উদ্যোগী কলকাতা পুরসভা
তামিলনাড়ুর নামাক্কাল জেলাতেও একই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে, যেখানে নজরদারি বাড়ানো হয়েছে। নামাক্কাল, দেশের ডিম উৎপাদনের একটি বৃহৎ কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রায় দেড় হাজার পোলট্রি ফার্ম রয়েছে এবং প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদিত হয়। এই জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা গোটা দেশের পোলট্রি শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এর ফলে ডিম ও মুরগির মাংসের সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
দুই রাজ্যের কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলোতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পোলট্রি খামারে মুরগির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মৃত পাখির দ্রুত ও নিরাপদ নিষ্পত্তি এবং খামারে বাইরের লোকের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার খামার মালিকদেরও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে, যাতে কোনো অস্বাভাবিক মৃত্যু বা লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়।

আরও পড়ুন:ফেব্রুয়ারিতেই শেষ রাষ্ট্রপতি শাসনের মেয়াদ! মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর অমিত শাহ
প্রতিবছর শীতের মরশুমে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়া স্বাভাবিক হলেও, এবার সংক্রমণ দেশের দুটি প্রধান কৃষি রাজ্যে একইসঙ্গে শনাক্ত হওয়া বিষয়টিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। যদিও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবুও কোনো প্রকার অসতর্কতা সংক্রমণকে দ্রুত অন্য অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। এজন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর কাছেও আগাম সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাই এখন প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে, যাতে এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধ করা যায়।












