বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক সংক্রান্ত একাধিক কাজ ও ব্যাঙ্কের ছুটির তালিকা নিয়ে মানুষদের মধ্যে একাধিক প্রশ্ন থাকে। আজকের প্রতিবেদনে রইল ২০২৬ সালে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। এই বিষয়ে RBI এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে ব্যাঙ্ক হলিডে লিস্ট । এই লিস্ট দেখে নিলে আগে ভাগে আপনি আপনার প্রয়োজনীয় ব্যাঙ্কের কাজগুলি সেরে ফেলতে পারবেন। দেখে নিন সম্পূর্ণ তালিকাটি।
২০২৬ সালে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুন ছুটির দিন (Bank Holidays)
নতুন বছর শুরু রসঙ্গে সঙ্গে অন্যান্য বছরের মতো নয় এ বছর প্রতি মাসে ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তাই প্রয়োজনীয় ব্যাঙ্কের কাজ করার আগে দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। আর এই তথ্য পাওয়া গিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। প্রতিবছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশ জুড়ে ব্যাঙ্কের ছুটির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্কের কিছু জাতীয় ও আঞ্চলিক ছুটি দিনে বন্ধ থাকে। দেখে নিন সেই তালিকাটি একবার (Bank Holidays)।

আরও পড়ুন: রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! সহজ উপকরণে বানিয়ে ফেলুন ‘চাপলি কবাব’, প্রণালী রইল
এক নজরে দেখে নিন ২০২৬ সালের গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ছুটির তালিকা:
২০২৬ সালে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি হল:
২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস
১৫ ফেব্রুয়ারি: মহাশিবরাত্রি
৪ মার্চ: হোলি
২১ মার্চ: ঈদুল ফিতর
৩১ মার্চ: মহাবীর জয়ন্তী
৩ এপ্রিল: গুড ফ্রাইডে
১ মে: বুদ্ধ পূর্ণিমা
২৭ মে: বকরি-ঈদ
২৬ জুন: মহরম
১৫ আগস্ট: স্বাধীনতা দিবস
২৫ আগস্ট: ঈদ-এ-মিলাদ (মিলাদ-উন-নবী)
৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
২০ অক্টোবর: দশেরা
৮ নভেম্বর: দীপাবলি
২৪ নভেম্বর: গুরু নানক জয়ন্তী
২৫ ডিসেম্বর: বড়দিন
(এই ছুটিগুলি রাজ্যভেদে ভিন্ন হতে পারে।)
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও আপনি অনলাইন ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা এটিএম এর সাহায্যে আর্থিক লেনদেন বা অন্যান্য লেনদেন চালিয়ে যেতে পারবেন। এতে ব্যাঙ্ক ছুটির কারণে পরিষেবা গুলোর উপরে কোন প্রভাব পড়বে না।
এবার সব মিলিয়ে ২০২৬ সালে ব্যাঙ্ক সংক্রান্ত কোন ঝামেলা এড়াতে হলে আগেভাগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ব্যাঙ্ক হলিডে (Bank Holidays) ক্যালেন্ডারটি দেখে নিয়ে পরিকল্পনা করে নেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে।












