বাংলা হান্ট ডেস্ক: আরও একবার জয় পেল মানবিকতা। বরফের ঢাকা পাহাড়ি এলাকায় প্লাস্টিকের কৌটোয় মুখ আটকে কাতরাচ্ছিল শিয়াল শাবক। এসে উদ্ধার করল এক পর্বতারোহী। শিয়াল শাবকের মাথার থেকে কৌটো সরিয়ে মুক্ত করল তাকে। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সমাজ মাধ্যমে। [যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট]
বরফঢাকা রাস্তায় বিপদে শিয়ালশাবক! উদ্ধার করলেন পর্বতারোহী, ভাইরাল ভিডিও (Viral Video)
ঘটনাটি কোথায় ঘটেছে ও কবে ঘটেছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, তুষারাবৃত পাহাড়ি এলাকায় হাঁটছিল ২ পর্বতারোহী। সেই সময় রাস্তায় দেখতে পায় একটি ছোট লোমশ প্রাণীকে কাতরাতে। সেটি দেখেই তারা প্রথমে থেমে যায়। তারপরে দেখে ওই প্রাণীটি একটি শিয়ালশাবক।

আরও পড়ুন: ২০২৬ সালে ব্যাঙ্ক ছুটি থাকবে কতদিন? বাংলায় কবে কবে বন্ধ থাকবে,রইল সম্পূর্ণ তালিকা
ওই শাবকটির মাথায় একটি প্লাস্টিকের কৌটো আটকে যাওয়ায় অসহায় ভাবে পড়েছিল সে। পাশাপাশি তাকে ক্লান্ত,ভিত ও অসহায় লাগছিল। এটি দেখে তাকে উদ্ধারের কাজে এগিয়ে আসে ওই পর্বতারোহী। এক টানে প্লাস্টিকের কৌটো বার করে আনেন শিয়ালের মাথা থেকে। মুক্তি পেয়েই বরফের রাস্তা ধরে দৌড়ে পালায় সে।
আর সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। পর্বতারোহীদের মতে, ফেলে দেওয়া প্লাস্টিকের পাত্রের ভিতরে খাবার খুঁজতে গিয়েই সম্ভবত শিয়ালটির মাথা আটকে গিয়েছিল। আর এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছে ‘এনিজেটর’ নামের এক এক্স হ্যান্ডেল থেকে।
During the climb, mountaineers noticed a fox whose head was stuck in a plastic container and saved the animal’s life this way. 🦊⛰️pic.twitter.com/FW1ksuZ0ps
— Enezator (@Enezator) December 30, 2025
শেয়ার করা ভিডিওটি (Viral Video) ইতিমধ্যে বহু মানুষ দেখেছে। পাশাপাশি সেই ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা ভরে গিয়েছে। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছে। তেমন পর্বতারোহীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে অনেকে।












