বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যের রাজনীতিতে নতুন করে তৎপরতা শুরু করল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই জনসভা ও জেলা সফর শুরু করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘আবার জিতবে বাংলা যাত্রা’ নামে এই কর্মসূচির প্রথম সভা হল শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
‘আবার জিতবে বাংলা যাত্রা’ কর্মসূচি অভিষেকের (Abhishek Banerjee)
রাজনৈতিক কর্মসূচি সারা বছরই চলে। তবে এবারের কর্মসূচিকে আলাদা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আবার জিতবে বাংলা যাত্রা’। আজই হল এর গ্র্যান্ড ওপেনিং।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। স্থানীয় মানুষের কথায়, বারুইপুরে এমন মঞ্চ আগে দেখা যায়নি। এই আয়োজন লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে হওয়া তৃণমূলের জনসভার মত। ব্রিগেডের সভার মতো এখানেও রাখা হয়েছে একটি লম্বা র্যাম্প। মূল মঞ্চের সামনেই প্লাস আকারের সেই র্যাম্প। সেই র্যাম্প ধরে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোজা এগিয়ে গিয়ে কখনও ডানদিকে, কখনও বাঁদিকে যেতে পারবেন। র্যাম্পের দু’পাশে বসে থাকবেন দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ।
এই আয়োজনের মাধ্যমে উঁচু মঞ্চে দাঁড়িয়ে দূর থেকে বক্তৃতা না দিয়ে, মানুষের একেবারে কাছাকাছি গিয়ে কথা বলতেই চান অভিষেক (Abhishek Banerjee)। সভাস্থলে রাখা হয়েছে বড় এলইডি স্ক্রিন। সেখানে অভিষেকের বক্তব্য স্পষ্টভাবে দেখতে ও শুনতে পারবেন উপস্থিত মানুষজন।
বারুইপুর থেকেই অভিষেকের জেলা সফর শুরু হচ্ছে। শনিবার তিনি যাবেন উত্তরবঙ্গে। আগামী ৬ জানুয়ারি বীরভূমে সভা করার কথা রয়েছে তাঁর। এরপর মেদিনীপুর সহ রাজ্যের আরও কয়েকটি জেলায় ধারাবাহিকভাবে সভা করবেন তিনি।

আরও পড়ুনঃ নতুন বছরেই সুখবর! জানুয়ারি থেকে প্রায় নিশ্চিত ৬০ শতাংশ DA, বিস্তারিত জানুন
সব মিলিয়ে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রস্তুতির ছবি স্পষ্ট হয়ে উঠল বারুইপুরে অভিষেকের (Abhishek Banerjee) এই সভা থেকেই।












