১০০০ কোটি পেরিয়েই বড় বিতর্কে ‘ধুরন্ধর’, এই শব্দ নিয়ে আপত্তি তুলে কাঁচি কেন্দ্রের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ২০২৫ সালটা রণবীর সিং এর সাফল্যের মুকুটে নতুন পালক জুড়েছে। ‘ধুরন্ধর’ (Dhurandhar) এর ব্যবসা অন্যান্য ছবিগুলিকে ছাপিয়ে গিয়েছে। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি বিদেশেও তুখোড় ব্যবসা করেছে ছবিটি। কিন্তু এত সাফল্য সত্ত্বেও কেন্দ্রের নজরদারিতে আটকাল ধুরন্ধর। বেশ কিছু সংলাপ এবং শব্দে পরিবর্তন আনা হয়েছে ছবির।

কেন্দ্রের নির্দেশে ধুরন্ধর (Dhurandhar) এর সংলাপে বদল

সম্প্রতি ধুরন্ধর ছবির প্রদর্শন নিয়ে বড় নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওই নির্দেশেই ছবিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে খবর। ওই নির্দেশিকা অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে সংশোধিত সংস্করণটি সম্প্রচারিত হবে বলে খবর। যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ছবির কিছু অংশ মিউট করতে হবে এবং সংলাপ পরিবর্তন করতে হবে।

Central gave order to bring some changes in dhurandhar

কোন শব্দ বাদ পড়েছে: যেমনটা জানা যাচ্ছে, বাদ পড়া শব্দগুলির মধ্যে রয়েছে ‘বালুচ’। এই বিশেষ শব্দটি নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি আরও একটি শব্দ মিউট করা হয়েছে, সঙ্গে একটি পুরো সংলাপও সংশোধনও করা হয়েছে বলে খবর। তবে অপর দুটি সংশোধন কী করা হয়েছে তা গোপনে রাখা হয়েছে এখনও।

আরও পড়ুন : বড়দিনকে ছাপিয়ে রেকর্ড ভিড় ১লা জানুয়ারি, শহরে পর্যটক টানতে ‘ফার্স্ট বয়’ হল কে?

কেন তড়িঘড়ি সংশোধন: সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৩১ ডিসেম্বর গভীর রাতে দেশের সব সিনেমা হল মালিকদের এ বিষয়ে জানানো হয়। ছবির (Dhurandhar) পুরনো ডিসিপি বদলে নতুন নতুন কপি পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে ডিস্ট্রিবিউটরদের ইমেলে। উল্লেখ্য ধুরন্ধর যখন ১১২৮ কোটি টাকা আয় করে ফেলেছে তখনই তড়িঘড়ি করা হল এই সংশোধন।

আরও পড়ুন : সাক্ষ্যগ্রহণের পর ফের জেরা নয়, পকসো মামলায় দৃষ্টান্তমূলক বার্তা দিল কলকাতা হাই কোর্ট

প্রসঙ্গত, মাত্র ২৭ দিনেই ১০০০ কোটি পার করে ফেলেছে ধুরন্ধর। নতুন বছরেও চুটিয়ে আয় করছে ছবিটি। তবে ২০২৬ এর শুরু থেকেই সংশোধিত সংস্করণ প্রদর্শিত হবে ধুরন্ধর এর।