বাংলাহান্ট ডেস্ক : এসে গিয়েছে নতুন বছরের প্রথম টিআরপি (TRP)। গত কয়েক দিনে একাধিক উদযাপন থাকায় একদিন পরে প্রকাশিত হল এ সপ্তাহের টিআরপি তালিকা। আর বছরের প্রথম টিআরপিতেই দেখা গেল বিরাট রদবদল। একাধিক সিরিয়ালের জায়গা বদল হয়েছে। প্রথম স্থানে কে রয়েছে?
বড়সড় পরিবর্তন টিআরপি (TRP) তালিকায়
কয়েক সপ্তাহ ধরে একটানা শীর্ষস্থানে থাকার পর জায়গা বদল হয়েছে ‘পরিণীতা’র। প্রথম স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে সিরিয়ালটি। রায়ান পারুলের গল্প এ সপ্তাহে তুলতে পেরেছে মাত্র ৬.৮ নম্বর। অন্যদিকে হারানো প্রথম স্থান আবারও দখল করেছে পরশুরাম। তবে এই সিরিয়ালটি একা নয়, ৭.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে জায়গা ভাগ করে নিয়েছে জলসার আরেক নতুন ধারাবাহিক প্রোফেসর বিদ্যা ব্যানার্জি।

জায়গা বদল ধারাবাহিকের: এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’, প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার আরেকটি নতুন সিরিয়াল ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। চতুর্থ স্থানে রয়েছে ‘পরিণীতা’। সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৮।
কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার নতুন সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’। এই সপ্তাহে এই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৪। এরপরেই ছয় নম্বরে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২।
আরও পড়ুন : ১০০০ কোটি পেরিয়েই বড় বিতর্কে ‘ধুরন্ধর’, এই শব্দ নিয়ে আপত্তি তুলে কাঁচি কেন্দ্রের
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, পরশুরাম (৭.২)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৭.১)
তৃতীয়- ও মোর দরদিয়া (৬.৯)
চতুর্থ- পরিণীতা (৬.৮)
পঞ্চম- তারে ধরি ধরি মনে করি (৬.৪)
ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি (৬.২)
সপ্তম- জোয়ার ভাঁটা (৬.০)
অষ্টম- চিরদিনই তুমি যে আমার (৫.৯)
নবম- আমাদের দাদামণি (৫.৮)
দশম- চিরসখা (৫.৭)
আরও পড়ুন : হাই কোর্টে আজ SSC মামলার ম্যারাথন শুনানি, ৩৫টি কেসে নজর চাকরিপ্রার্থীদের
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়েছে।












