নতুন বছরেও রেহাই নেই, টানা ৩ দিন বাতিল একাধিক লোকাল ট্রেন, মাথায় হাত নিত্যযাত্রীদের

Published on:

Published on:

Indian Railways are introducing extra trains on the Kalyani-Lalgola route on Saturday
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোগান্তির হাত থেকে আর যেন রেহাই পাচ্ছেন না ট্রেনযাত্রীরা। নতুন বছর শুরু হতে না হতেই দুর্ভোগ শুরু নিত্যযাত্রীদের। টানা তিনদিন ফের ট্রেন (Local Train) পরিষেবা বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের জন্য পরপর তিন দিন একাধিক ট্রেন বাতিল থাকবে বলে খবর।

একগুচ্ছ ট্রেন (Local Train) বাতিল বছরের শুরুতেই

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৩ রা জানুয়ারি থেকে বাতিল থাকবে ট্রেন। এদিন যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল ৩৭৪২৪ আরামবাগ-তারকেশ্বর লোকাল, ৩৭৪২৩ তারকেশ্বর-আরামবাগ লোকাল, ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল।

Several local train cancelled in howrah division

কোন কোন ট্রেন বাতিল থাকছে: ৪ ঠা জানুয়ারি বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। এর মধ্যে রয়েছে ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল, ৩৭৩৭৪ গোঘাট-হাওড়া লোকাল এবং ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল। এছাড়াও আরও বেশ কিছু ট্রেন (Local Train) এদিন রয়েছে বাতিলের তালিকায়।

আরও পড়ুন : ১০০০ কোটি পেরিয়েই বড় বিতর্কে ‘ধুরন্ধর’, এই শব্দ নিয়ে আপত্তি তুলে কাঁচি কেন্দ্রের

তিনদিন ধরে বাতিল ট্রেন: ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট লোকাল, ৩৭৪২১ তারকেশ্বর-আরামবাগ লোকাল, আরামবাগ-তারকেশ্বর লোকাল এবং তারকেশ্বর শেওড়াফুলি লোকালও বাতিল থাকছে ৪ জানুয়ারি।

আরও পড়ুন : বছরের প্রথম TRP-তেই আমূল রদবদল, শীর্ষস্থান হাতছাড়া ‘পরিণীতা’র, কে হাসল শেষ হাসি?

৫ জানুয়ারিও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। এদিন সকালের প্রথম হাওড়া থেকে তারকেশ্বর, শেওড়াফুলি এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল বাতিল থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই মূলত বাতিল থাকছে এই ট্রেনগুলি।