ভুলে যান খুচরো নিয়ে ভোগান্তি! এবার QR Code দিয়েই টিকিট কাটুন মেট্রোয়, নয়া ব্যবস্থা গ্রিন লাইনে

বাংলাহান্ট ডেস্ক : যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য নিয়ে আসছে নতুন নতুন পরিষেবা। এবার যাত্রী পরিষেবার ধরন বেশ কিছুটা বদলে যেতে চলেছে কলকাতা মেট্রোয়। যাত্রীরা এবার মেট্রোর টিকিট কাউন্টার থেকে কিউআর কোড (QR Code) স্ক্যান করে ইউপিআই-এর মাধ্যমে কাটতে পারবেন টিকিট।

ইউপিআই ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আপাতত চালু করা হয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনে। জানা যাচ্ছে, এই পরিষেবা দ্রুত চালু করা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সমস্ত স্টেশনে। টিকিট কাটতে গিয়ে অনেক সময় খুচরো নিয়ে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। সেই সমস্যা মেটানোর জন্য ইউপিআই ভিত্তিক টিকিট কাটার সুবিধা চালু করতে চলেছে মেট্রো।

আরোও পড়ুন : মঞ্চে দাঁড়িয়ে নখ কাটাই কাল হল অরিজিতের! জুটল অপেশাদার তকমা, গায়কের ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে

সূত্রের খবর, কলকাতার মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি মঙ্গলবার শিয়ালদা স্টেশনে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। ইউপিআই-এর মাধ্যমে মেট্রোর টিকিট কাটার জন্য প্রথমে যাত্রীদের যেতে হবে কাউন্টারে। তারপর সেখানে জানাতে হবে গন্তব্য। তারপর কিউআর কোড ভেসে উঠে  ‘ডুয়াল’ ডিসপ্লে বোর্ডে।

আরোও পড়ুন : নাকের গঠনই জানিয়ে দেয় আসল ব্যক্তিত্ব! মানুষ চেনার জন্য মাথায় রাখুন এই কয়েকটা কথা

সেই কিউআর মোবাইলের মাধ্যমে স্ক্যান করে মেটানো যাবে টিকিটের দাম। এই একই পদ্ধতিতে রিচার্জ করা যাবে মেট্রোর স্মার্ট কার্ডও। ইউপিআই ভিত্তিক টিকিট কাটার পরিষেবা প্রাথমিকভাবে শুরু করা হচ্ছে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এরপর এই পরিষেবা শুরু হবে ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রো করিডোরে। তারপর এই পরিষেবা শুরু হবে পার্পল এবং অরেঞ্জ লাইনেও।

kolkata metro line 2 0 1200

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা ক্রিস এই পরিষেবার জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গ দিচ্ছে। কলকাতা মেট্রো রেল , স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস-এর শীর্ষ আধিকারিকরা পরীক্ষামূলকভাবে এই পরিষেবা সূচনার দিন উপস্থিত ছিলেন শিয়ালদা স্টেশনে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর