বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর উপলক্ষ্যে BSNL তার গ্রাহকদের জন্য একটি উপহার নিয়ে এসেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটি ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশব্যাপী তার ভয়েস ওভার Wi-Fi তথা VoWiFi পরিষেবা চালু করেছে। এই পরিষেবাটি সেইসব জায়গার গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে যেখানে মোবাইল নেটওয়ার্ক সঠিকভাবে পাওয়া যায় না। জানিয়ে রাখি যে, VoWiFi পরিষেবার সাহায্যে, BSNL ব্যবহারকারীরা যেকোনও Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করে কল বা বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন। এই পরিষেবাটি বাড়ি থেকে শুরু করে অফিস, বেসমেন্ট, এমনকি দূরবর্তী স্থানে নিরবচ্ছিন্ন যোগাযোগ উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক কীভাবে এটি আপনার ফোনে চালু করবেন।
গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ BSNL-এর:
ফোনের ডায়ালার থেকে সরাসরি কল করা যাবে: ইতিমধ্যেই যোগাযোগ মন্ত্রক জানিয়েছে যে, এই পরিষেবাটি দেশের প্রতিটি টেলিকম সার্কেলে সমস্ত BSNL গ্রাহকদের জন্য উপলব্ধ। মন্ত্রকের মতে VoWiFi দুর্গম এলাকায়ও নিরবচ্ছিন্ন এবং ভালো মানের সংযোগ নিশ্চিত করে। জানিয়ে রাখি যে, VoWiFi ইন্টারনেট প্রোটোকল মাল্টিমিডিয়া সাবসিস্টেম (IMS) প্ল্যাটফর্মে কাজ করে। এটি Wi-Fi এবং মোবাইল নেটওয়ার্কের মধ্যে নিরবচ্ছিন্ন সুইচিং করার সুযোগও দেয়। এই পরিষেবাটি ব্যবহার করার সময়, ব্যবহারকারীরা তাদের বর্তমান মোবাইল নম্বর এবং ফোনের ডায়ালার অ্যাপ ব্যবহার করে কল করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আলাদা কোনও অ্যাপের প্রয়োজন হবে না।

গ্রামীণ এলাকায় বসবাসকারী গ্রাহকরা হবেন লাভবান: মন্ত্রক জানিয়েছে যে, এই পরিষেবাটি গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় বসবাসকারী গ্রাহকদের জন্য বিশেষভাবে উপকারী হবে। তাঁদের শুধু একটি ভালো Wi-Fi সংযোগ প্রয়োজন হবে। এটি নেটওয়ার্কের ভিড়ও কমাবে। কারণ কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই Wi-Fi-এর মাধ্যমে ভয়েস কল করা যাবে।
আরও পড়ুন: গিগ কর্মীদের জন্য বড় আপডেট! এই শর্ত পূরণ করলেই মিলবে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস
VoWiFi কলিং কীভাবে চালু করবেন: জানিয়ে রাখি যে, টেলিকম কোম্পানিগুলি তাদের নেটওয়ার্ক উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ নিচ্ছে। তারা দেশের যেসব অংশে বর্তমানে ইন্টারনেট অ্যাক্সেস সীমিত রয়েছে, সেখানেও আরও ভালো সংযোগ প্রদান করতে চায়। VoWiFi এই বৈশিষ্ট্যের একটি অংশ। বেশিরভাগ নতুন স্মার্টফোন এই পরিষেবাটি সাপোর্ট করে। এটি চালু করাও সহজ। আপনাকে কেবল আপনার ফোনের সেটিংসে যেতে হবে এবং ‘Wi-Fi Calling’ বিকল্পটি উপলব্ধ করতে হবে।
আরও পড়ুন: ইলেকট্রিক টু-হুইলার তৈরি করা এই কোম্পানির শেয়ারে বিপুল বৃদ্ধি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
জানিয়ে রাখি যে, BSNL এমন এক সময়ে VoWiFi পরিষেবা চালু করেছে যখন তারা তাদের 4G নেটওয়ার্ক উন্নত করার পর 5G পরিষেবা চালু করারও প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ BSNL-কে তার গ্রাহকদের আরও ভালো সংযোগ এবং পরিষেবা প্রদানে সহায়তা করবে। বিশেষ করে যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক কভারেজ দুর্বল, সেইসব এলাকায় গ্রাহকরা লাভবান হবেন।












