বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই বাংলার জন্য এল বড় সুখবর। রেলের আধুনিক পরিষেবার তালিকায় নতুন সংযোজন হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত চলবে এই ট্রেন, যার ফলে উত্তর-পূর্ব ভারতের যাত্রা আরও সহজ এবং কম সময়ের মধ্যে সম্ভব হবে।
জানুয়ারিতেই পরিষেবা শুরু (Vande Bharat Sleeper)
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসের মধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) চালু হবে। যদিও এখনও নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করা হয়নি। এই ট্রেন চালু হলে হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
কত সময় লাগবে যাত্রায়?
বর্তমানে অন্য ট্রেনে কলকাতা থেকে অসম যেতে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper) সেই পথ পাড়ি দেওয়া যাবে প্রায় সাড়ে ১৪ ঘণ্টার মধ্যেই। সর্বোচ্চ ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন।
কোন কোন স্টেশন হয়ে যাবে?
হাওড়া থেকে যাত্রা শুরু করে ট্রেনটি হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমে প্রবেশ করবে। এরপর কামরূপ মেট্রোপলিটন ও বনগাইগাঁও হয়ে গুয়াহাটিতে পৌঁছবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)।
কামরা ও যাত্রী ক্ষমতা
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কামরা থাকবে। এর মধ্যে
- ১১টি এসি ৩ টায়ার
- ৪টি এসি ২ টায়ার
- ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ
মোট ৮২৩ জন যাত্রী একসঙ্গে এই ট্রেনে সফর করতে পারবেন।
ভাড়া কত হবে?
রেল সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে গুয়াহাটির একপিঠের ভাড়া শুরু হবে ২৩০০ টাকা থেকে।
- এসি ৩ টায়ার: ২৩০০ টাকা
- এসি ২ টায়ার: ৩০০০ টাকা
- এসি ফার্স্ট ক্লাস: ৩৬০০ টাকা
কী কী সুযোগ-সুবিধা থাকছে?
ইউরোপিয়ান ডিজাইনে তৈরি এই বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) কামরাগুলি অত্যাধুনিক সুবিধায় ভরপুর। থাকবে নরম গদি দেওয়া বার্থ এবং উপরের বার্থে ওঠার জন্য বিশেষ সিঁড়ি। বিমানের মতো বায়ো ভ্যাকুউম টয়লেট, সিসিটিভি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও থাকছে। ফার্স্ট ক্লাস কামরায় থাকছে আলাদা স্নান করার জায়গা।

আরও পড়ুনঃ ডক্টরস ফ্রন্ট ছাড়ার পর প্রথমবার মুখ খুললেন আন্দোলনকারী চিকিৎসক, কী বললেন অনিকেত?
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) চালু করা হবে। চলতি বছরের শেষের মধ্যে দেশের বিভিন্ন রুটে মোট ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে রেলের।












