শীতের ছুটিতে ‘ফ্যামিলি ট্রিপ’ চাই? বাচ্চাদের নিয়ে ঘুরে দেখুন এই ৫ গন্তব্যে

Published on:

Published on:

Travel take your children to these 5 places during this winter vacation
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে পড়ে সপরিবারে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনায় সকলেই করে থাকে (Travel)। কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ঠান্ডা কোথাও ঘুরতে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বাচ্চাদের। এবার আপনিও যদি বাচ্চার পাশাপাশি নিজেও শীতকাতুরে হন, তাহলে এই ঠান্ডার মরশুমে পাহাড়ে ঘুরতে না গিয়ে ঘুরে আসতে পারেন দেশের কয়েকটি উষ্ণ স্থানে। যেখানে গেলে পরে  না আপনার ঠান্ডা লাগবে আর না আপনার সন্তানের অথবা আপনার বাড়ির বাচ্চার ঠান্ডা লেগে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। দেখে নিন সেই জায়গাগুলি।

ঠান্ডা এড়িতে বাচ্চাদের নিয়ে এইবারের শীতের ছুটিতে ঘুরতে যান ৫টি জায়গায় (Travel)

মাদুরাই: আলেপ্পি যেমন প্রাচ্যের ভেনিস। তেমনি মাদুরাই কে বলা হয় প্রাচ্যের এথেন্স। তামিলনাড়ুর ইতিহাসে প্রসিদ্ধ এই শহরে আছে সংস্কৃতি ও স্থাপত্য। তামিলনাড়ু সংস্কৃতির রাজধানী মাদুরাইয়ের বয়স আড়াই হাজারেরও বেশি। এখানে আসলে পরে আপনি বিশ্ব বিখ্যাত মীনাক্ষী আম্মান মন্দির দেখতে পাবেন। এখানে চোল, পাণ্ড্য এবং ব্রিটিশরা যথাক্রমে এই শহর শাসন করেছেন (Travel)।

Travel take your children to these 5 places during this winter vacation

 

আরও পড়ুন: রেল-ইতিহাসে নতুন অধ্যায়! দেশের প্রথম বুলেট ট্রেন কবে ছুটবে, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

কন্যাকুমারী: তামিলনাড়ুর আরেকটি বিখ্যাত শহর ও পর্যটক কেন্দ্র কন্যাকুমারী। শহরের সৈকত অঞ্চলের যেখানে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পরস্পর মিলিত হয়েছে সেখানেই রয়েছে দেবী কন্যাকুমারীর মন্দির। এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন উপরের ধ্যানস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। পাশাপাশি এখানে ঘুরতে আসলে দেখতে যেতে পারেন,বিবেকানন্দ রক মেমোরিয়াল, কন্যাকুমারী মন্দির, সন্ন্যাসী তিরুভল্লুভরের মূর্তি, মোমের মিউজিয়াম, আওয়ার লেডি অফ র্যানসম চার্চ এখানকার দর্শনীয় স্থান।

আলেপ্পি: বিশ্বের অন্যতম শহরের মধ্যে ইতালির ভেনিসের সঙ্গে একমাত্র সুন্দর শহরের তুলনা করা হয় কেরলের আলেপ্পিকে। এই গোটা শহর জুড়ে রয়েছে অসংখ্য হ্রদ আর জলাশয়। প্রতিটি নদী, হ্রদ ও সমুদ্র একে অপরের সঙ্গে আবার কখনো প্রকৃতি কখনো তাদের কৃত্রিম উপায়ে সংযুক্ত করেছে। এখানে ঘুরতে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

লাক্ষাদ্বীপ: শীতের ছুটিতে পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন লাক্ষাদ্বীপ। এখানকার নীল সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে আরব সাগরের জল। এখানে আসলে পরে আপনি স্কুবা ড্রাইভিং এর মতন জলক্রিয়া করতে পারবেন।

কচ্ছের রণ: গুজরাটের কাছে অবস্থিত কচ্ছের রণ । শীতের ছুটিতে পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এছাড়াও উৎসবের মরশুমে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এখানে ঘুরতে আসে। দু-তিন দিনের ছুটি এখানে অনায়াসে কাটিয়ে যেতে পারেন (Travel)।