বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে বিতর্ক থামছেই না। এবার এই প্রক্রিয়ায় LIC আধিকারিকদের নিযুক্ত করা কেন, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন।
SIR-এর কাজ থেকে LIC ডেভেলপমেন্ট অফিসারদের অব্যাহতি চেয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা
মামলায় আবেদনকারীদের দাবি, SIR প্রক্রিয়ায় যুক্ত থাকায় LIC অফিসারদের জীবন বিমার মূল কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই SIR-এর কাজ থেকে LIC ডেভেলপমেন্ট অফিসারদের অব্যাহতি চাওয়া হয়েছে। লাইফ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই অতিরিক্ত দায়িত্বের কারণে বছরের শেষে অফিসারদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও কমিশন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
বিচারপতি অমৃতা সিনহা আগামী সপ্তাহে মামলাটি শুনতে পারেন বলে জানিয়েছেন। ফলে এলআইসি অফিসারদের এসআইআর কাজ নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর রয়েছে সব পক্ষের। উল্লেখ্য, এর আগে এসআইআর প্রক্রিয়ায় স্কুল শিক্ষকদের BLO হিসেবে নিযুক্ত করা নিয়েও কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই সময় বিচারপতি শিক্ষকদের কাজ করতে নির্দেশ দিলেও, ছুটির দিনে কাজ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলেন।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ মানুষের ইজতেমায় ‘উপেক্ষিত’ হুমায়ুন কবীর, বাবরি বিতর্কে আগ্রহ নেই কেন?
প্রসঙ্গত, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে একাধিক মামলা হয়েছে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম বিতরণ হয়। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বহু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কাজের চাপের কারণে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দিয়েছেন। সব মিলিয়ে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও আইনি লড়াই আরও জটিল হয়ে উঠছে। এখন নজর আদালতের (Calcutta High Court) পরবর্তী শুনানির দিকেই।












