নতুন বছরেই সঞ্চয়কারীদের জন্য নয়া আপডেট? পিপিএফ ও সুকন্যা নিয়ে বড় পদক্ষেপের পথে কেন্দ্র!

Published on:

Published on:

Small Savings Scheme PPF to provide relief to Sukanya in the new year says Centre
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরুতেই জনসাধারণের চোখ ছিল পোস্ট অফিস ও অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারের দিকে। এদিকে কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি বড়সড় ঘোষণা করতে পারে। কেন্দ্র প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প স্কিমে (Small Savings Scheme) সুদের হার পর্যালোচনা করে থাকে।

নতুন বছরে পিপিএফ থেকে সুকন্যা, কেন্দ্রের ভাবনা (Small Savings Scheme)

পাবলিক প্রভিডেন্ট ফান্ড , ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো জনপ্রিয় স্কিমগুলিতে বিনিয়োগকারীদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ ২০২৬ এই ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বড়সড় ঘোষণা করতে পারে ৷ এছাড়াও, ২০২৬ সালের প্রথম তিন মাস অন্তর জন্য সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি (Small Savings Scheme)।

Small Savings Scheme PPF to provide relief to Sukanya in the new year says Centre

আরও পড়ুন: শীতের বাজার ভরে গেছে ক্ষতিকর রং-কেমিক্যাল মেশানো খেজুর গুড়ে! কড়া পদক্ষেপ নিল খাদ্যসুরক্ষা দপ্তর

কেন্দ্রীয় অর্থমন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার একই রাখা থাকবে। যা ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে এটাই নিয়ে টানা সপ্তম বারের মতন সরকার এই হার গুলি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শেষ সুদের হার পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অথবা অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে। তারপর বিনিয়োগকারীদের একটি স্থিতিশীল আয়ের সুযোগ করে দিতে সরকার এই হার গুলি স্থির রেখেছিল।

এবার এক নজরে দেখে নিন অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন স্কিমে সুদের হারগুলো:

স্কিমের নাম                                                             সুদের হার
সুকন্যা সমৃদ্ধি যোজনা                                                ৮.২%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম                                  ৮.২%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট                                    ৭.৭%
কিষাণ বিকাশ পত্র (১১৫ মাসে মেয়াদপূর্ণ)                    ৭.৫%
মান্থলি ইনকাম স্কিম                                                     ৭.৪%
পাবলিক প্রভিডেন্ট ফান্ড                                               ৭.১%
৩ বছরের টার্ম ডিপোজিট                                               ৭.১%
পোস্ট অফিস সেভিংস ডিপোজিট ‌ ‌‌                                 ৪.০%

তবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার নির্ধারণের জন্য সরকার শ্যামলা গোপীনাথ কমিটির সূত্র ব্যবহার করে থাকে। যে ফর্মুলা অনুসারে, স্কিম গুলির সুদের হার সরকারি বন্ডের আয়ের উপর ভিত্তি করে ঠিক করা হয়। পাশাপাশি গত কয়েক মাসের ১০ বছরের সরকারি বন্ডের আয়ের কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে।

তবে বর্তমান বাজারে অনিশ্চয়তা ও নানাবিধ কারণের পরিস্থিতির মধ্যে সরকারের এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য এক বড় সত্যি নিয়ে। বিশেষ করে সত্যি নিঃশেষ ফেলছেন প্রবীণ নাগরিক, অবসরপ্রাপ্ত কর্মচারী ও মধ্যবিত্ত চাকরিজীবীরা। যারা পোস্ট অফিস বা ছোট সঞ্চয় প্রকল্পে ওপর নির্ভর করে আছেন (Small Savings Scheme)।