বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এবার এই ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু সন্ন্যাসীরা একত্রিত হন। এছাড়াও ভিড় জমে বহু পুণ্যার্থীর। প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহনের ব্যবস্থাও করা থাকে। আর এবছর এই উৎসব উপলক্ষে রেলের তরফ থেকে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করে এই বিশেষ ব্যবস্থার সম্পর্কে জানিয়েছেন।
মেলা উপলক্ষে রেলের প্রস্তুতি, গঙ্গাসাগরে চলবে ৩৩ জোড়া বাড়তি ট্রেন (Gangasagar Mela)
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) উপলক্ষে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ইএমইউ ও মেল স্পেশাল ট্রেন মিলিয়ে মোট ৩৩ জোড়া ট্রেন চালানো হবে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে। তাছাড়া কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়ে এই মেলার ভিড় সামলাতে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও গ্রহণ করেছে শিয়ালদহ রেল ডিভিশন।

আরও পড়ুন: ছোট্ট টুইস্টেই চমক! একঘেয়ে চিকেনকে দিন নতুন স্বাদ, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন স্পেশাল মাংস
গঙ্গাসাগর মেলার জন্য গত বছর বাড়তি ৬ দিন ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এবছর যাতে পুণ্যার্থীদের কোনরকম সমস্যার সৃষ্টি না হয় সে কথা ভেবে সপ্তাহের ৭ দিনে ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। শুধু তাই নয় গঙ্গাসাগর মেলায় পৌঁছানোর জন্য যে ট্রেনগুলোতে উঠবে তা শিয়ালদা স্টেশনে নির্দিষ্ট প্লাটফর্ম করে দেওয়া হয়েছে।
পূর্ব রেলের তরফ তথ্য অনুযায়ী, গঙ্গাসাগর মেলার দিনগুলিতে শিয়ালদা স্টেশনের ১৫ ও ১৬ নম্বর প্লাটফর্ম থেকে এই বিশেষ ট্রেনগুলো ছাড়বে। এছাড়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই হাজার যাত্রী একসঙ্গে নিয়ে যাতায়াত করতে পারবে। তাছাড়া গঙ্গাসাগর মেলায় যাত্রীদের জন্য আলাদা করে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্টেশনে মোতায়ন করা হচ্ছে রেল সুরক্ষা বাহিনী। জানা যায়, এই মেলা (Gangasagar Mela) উপলক্ষে স্টেশনে ৩৪০ জন জিআরপি ও ৫৪ জন জিআরপি অফিসার নিয়োজিত থাকবেন। এছাড়াও ২৪ ঘন্টা চলবে সিসিটিভি মুভমেন্ট। পাশাপাশি ট্রেনের সুরক্ষা ও রাতবিরতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চলবে ডগ স্কোয়াড।












