এবার বুথের ভিতরেও সেনাবাহিনী? ২৬-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন

Published on:

Published on:

West Bengal Assembly Election 2026 Central Force Deployment Under EC Review
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২৬-এর বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) যত এগোচ্ছে, ততই বাড়ছে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী কীভাবে ব্যবহার হবে? বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে?এই সব বিষয়েই সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।

বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের CEO

২৬-এই মহারণ। রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে রাজ্যে ভোটের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন। আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। মূল আলোচনার বিষয়- ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? কীভাবে সেই বাহিনী ব্যবহার করা হবে? বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে?

সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। রাজ্যের পুলিশই কি বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখবে, নাকি মাইক্রো অবজারভারদের নির্দেশে সরাসরি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, এই প্রশ্নেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৫ জানুয়ারি অর্থাৎ সোমবার এই বিষয়েই শেষ ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও একাধিক অভিযোগ উঠেছিল। বিরোধীদের দাবি ছিল, বাহিনী বুথের বাইরে বা রাস্তায় ঘুরে বেড়িয়েছে, কিন্তু বুথের ভিতরে নজরদারি ছিল না। এমনকি বাহিনী বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করেছে, এমন অভিযোগও সামনে আসে। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করে বলেন, বুথের ভিতরে বাহিনী না থাকাতেই ভোট লুঠ হয়েছে। তাঁর দাবি ছিল, বাহিনী যথেষ্ট সংখ্যায় এলেও তারা বুথের ভিতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে বা ঘুরে বেড়িয়েছে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, এবার কি তার ব্যতিক্রম হবে? বুথের ভিতরে কি সত্যিই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? ভোটগ্রহণের পুরো প্রক্রিয়ায় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হবে, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

এবারের ভোট আরও গুরুত্বপূর্ণ একটি কারণে। SIR প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এই প্রথম ভোট হবে রাজ্যে। সেই কারণে ভোটারদের যাচাই বা স্ক্রুটিনি নিয়েও বাড়তি সতর্কতা থাকতে পারে। ভোটের লাইনে দাঁড়িয়েই কি তালিকা ধরে ধরে যাচাই হবে? আর সেই দায়িত্ব কি কেন্দ্রীয় বাহিনীর উপরই থাকবে?এই প্রশ্নও উঠছে।

West Bengal Assembly Election 2026 Central Force Deployment Under EC Review

আরও পড়ুনঃ SIR শুনানিতে বড় বদল! প্রত্যন্ত এলাকার জন্য বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে অনুমতি দিল নির্বাচন কমিশন

এর আগে একাধিক ভোটে অভিযোগ উঠেছে, বুথের দরজায় বা বাইরে বাহিনী থাকলেও ভিতরে অবাধে ছাপ্পা ভোট চলেছে। অনেক ক্ষেত্রেই শাসক দল ছাড়া অন্য কোনও দলের বুথ এজেন্ট ভিতরে থাকতে পারেননি বলে অভিযোগ। এবার সেই ছবি বদলাবে কি না, তা নিয়েই সোমবারের বৈঠক। সব মিলিয়ে, ছাব্বিশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে, বাহিনী কোথায় থাকবে এবং কতটা ক্ষমতা তাদের হাতে থাকবে, এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবারের বৈঠকেই।