বছরের শুরুতেই সুখবর! ডিরেক্টরেট কর্মীদের জন্য সেক্রেটারিয়েটে বদলির ছাড়পত্র, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

Published on:

Published on:

West Bengal Government Job Big Opportunity for LDA–LDC to Join Secretariat Common Cadre
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের বিভিন্ন ডিরেক্টরেটে কর্মরত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার তাঁদের জন্য সেক্রেটারিয়েট কমন ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? (West Bengal Government)

রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দপ্তরের কমন ক্যাডার উইং থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ দপ্তরের ২০১৯ সালের ২৪ জানুয়ারির বিজ্ঞপ্তি নম্বর ৬৬২-এফ(পি২) অনুযায়ী, ডিরেক্টরেটে কর্মরত এলডিএ ও এলডিসিদের সেক্রেটারিয়েট কমন ক্যাডারে নিয়োগের বিষয়টি এতদিন বিবেচনাধীন ছিল। এই প্রেক্ষিতেই ২রা জানুয়ারি, ২০২৬ তারিখে P&AR দপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে (No. 01-PAR(CCW) A-2/13) (WB Govt Job)।

কারা আবেদন করতে পারবেন?

এই বিজ্ঞপ্তিতে সেক্রেটারিয়েট কমন ক্যাডারের অধীনস্থ সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা ডিরেক্টরেটগুলিতে কর্মরত যোগ্য এবং ইচ্ছুক এলডিএ ও এলডিসিদের নাম কমন ক্যাডার উইংয়ে পাঠাতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। শর্ত গুলি হল –

  • এই সুযোগ শুধুমাত্র ডিরেক্টরেটের সদর দপ্তরে কর্মরত কর্মীদের জন্য প্রযোজ্য।
  • ডিরেক্টরেটের অধীনস্থ কোনও রিজিওনাল অফিস বা আঞ্চলিক অফিসে কর্মরত এলডিএ বা এলডিসিরা এই আবেদনের যোগ্য নন।

আবেদনের শেষ তারিখ ও প্রয়োজনীয় নথি

ইচ্ছুক কর্মীদের প্রয়োজনীয় নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬। আবেদনপত্রের সঙ্গে নিচের নথিপত্রগুলি অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। নথি গুলি হল –

  1. সার্ভিস বুকের তৃতীয় পৃষ্ঠার অনুলিপি
  2. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র
  3. নিয়োগপত্র, জয়েনিং লেটার এবং কনফার্মেশন অর্ডারের অনুলিপি
  4. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  6. যথাযথভাবে পূরণ করা ফরম্যাট-এ (Format-A)
  7. ঘোষণা পত্র (Declaration)

ফরম্যাট-এ তে কী কী তথ্য দিতে হবে?

  1. নাম
  2. শিক্ষাগত যোগ্যতা
  3. জন্ম তারিখ
  4. চাকরিতে যোগদানের তারিখ
  5. কনফার্মেশনের তারিখ
  6. বিগত তিন বছরের উপস্থিতির হার (০১.০১.২০২১ থেকে ৩১.১২.২০২৪)

এই সব তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি কর্মীর বিরুদ্ধে কোনও ভিজিলেন্স কেস চলছে কিনা বা সিনিয়রিটি সংক্রান্ত কোনও মামলা রয়েছে কিনা, তাও জানাতে হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী

এই আবেদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখতে বলা হয়েছে। সেগুলি হল—

  • একবার সেক্রেটারিয়েট কমন ক্যাডারে নিয়োগের আদেশ প্রকাশিত হয়ে গেলে, আর ডিরেক্টরেটে ফিরে যাওয়ার কোনও সুযোগ থাকবে না।
  • ফরম্যাট-এ এবং উইলিংনেস বা সম্মতিপত্র একবার জমা দিলে তা চূড়ান্ত বলে গণ্য হবে, পরে আর পরিবর্তন করা যাবে না।
  • ঘোষণা পত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, নিয়োগের আদেশ বের হলে আর অনিচ্ছা প্রকাশ করা যাবে না।

WBRS Officers Submit Memorandum at Nabanna

আরও পড়ুনঃ এবার বুথের ভিতরেও সেনাবাহিনী? ২৬-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন

কী করবেন যোগ্য কর্মীরা

যোগ্য এবং ইচ্ছুক এলডিএ ও এলডিসিদের অবিলম্বে তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অফিস প্রধানের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিকে ডিরেক্টরেটের এলডিএ ও এলডিসিদের জন্য চাকরিজীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে (West Bengal Government)।