এবার আরোও জবরদস্ত হবে NJP ট্যুর! এক্কেবারে ভোলবদল উত্তরবঙ্গ এক্সপ্রেসের, কী পরিবর্তন হচ্ছে?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড বলা হয় ভারতীয় রেলকে (Indian Railways)। কাজে যাওয়া হোক কিংবা ঘুরতে যাওয়া, আমাদের সবার প্রথম পছন্দ রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত ভারতীয় রেল নিজেদের আপগ্রেড করছে। এই আবহে বড় সুখবর উঠে আসছে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য। এবার পর্যটকেরা নতুন রূপে পেতে চলেছেন উত্তরবঙ্গ এক্সপ্রেসকে (Uttarbanga Express)।

নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় রেলকে (Indian Railways) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক সেমি হাইস্পিডের ট্রেন যেমন ট্র্যাকে নেমেছে, তেমনই অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে রেল স্টেশনগুলিকে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আরোও পড়ুন : এবার ভারতের সামনে দাঁড়াতে পারল না আমেরিকাও! ‘খেল’ দেখাচ্ছে এই দুই সংস্থা, ব্যাপারটা কী?

পুরনো প্রযুক্তির আইসিএফ কোচ এতদিন ব্যবহার করা হত উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এই ট্রেনগুলি বেশ পুরনো হাওয়ায় লরঝরে ছিল। তবে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে সবকিছুর। তাই এবার উত্তরবঙ্গ এক্সপ্রেসকে নতুন ভাবে যাত্রীদের সামনে নিয়ে আসল ভারতীয় রেল। উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন সাজে ইনাগরেশন রানে কোচবিহার থেকে যাত্রা করল শিয়ালদার উদ্দেশ্য।

13147 Uttar Banga Express

আইসিএফ ( ICF ) কোচের বদলে এবার এই ট্রেন চলবে উন্নত এলএইচবি (LHB) কোচে। আগে ৪৮ টি আসন ছিল বাতানুকূল ২ টিয়ারের কোচে। বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫২ টি হয়েছে। পাশাপাশি একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে এসি ২ টিয়ারের কোচ। বাতানুকূলে থ্রি ট্রিয়ারে আসন সংখ্যা ৬৪ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২। পূর্বে অর্ধেক আসন সংখ্যা ছিল এসি প্রথম শ্রেণিতে। HA1 কোচে আসন সংখ্যা এখন পুরোটা করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর