বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র তিন মাস। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে নিজেরদের পাওনা, দাবি নিয়ে সরকারের (Government Of West Bengal) ওপর চাপ সৃষ্টি করতে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে ২০২৬ সাল চলে এলেও ডিএ বা সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সরকারের। সবমিলিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ সমানে বাড়ছে সরকারি কর্মীদের। এরই মধ্যে আসন্ন বাজেট নিয়েও জল্পনা চলছে।
বাজেটে হাত উপুড় করবে রাজ্য? জল্পনা তুঙ্গে | Government Of West Bengal
বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্য বাজেটে কি নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? সেই সময় আরও একদফায় বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও! এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ভোটের আগে রাজ্য সরকার যে ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করবে, তাতে আরও একদফায় ডিএ বৃদ্ধির ঘোষণা হবে বলে একপ্রকার নিশ্চিত তারা।
এমনকী আসন্ন বাজেটে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা হতে পারে বলে ধারণা তাঁদের। বছরের পর বছর ধরে সরকারি কর্মীদের জমে থাকা ক্ষোভ প্রশমনে বড় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওই অংশ। আবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশন গঠনের কথা রাজ্য বলতে পারে বলে মনে করা হচ্ছে।
ভোটের বৈতরণী পার করতে ‘হাতিয়ার’ ডিএ?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৪ এর পথেই হাঁটবে রাজ্য। সে বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দু’বার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারেও কি সেই রকমই কিছু করা হবে? চর্চা তুঙ্গে।
সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: বিরাট সাফল্য ED-র , রাজ্যে ১৪৫ কোটির বালি দুর্নীতির চার্জশিট জমা, কাদের নাম সামনে এল?
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে দিতে হবে সরকারকে। সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি, সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা। একইসাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাঁদের নিয়োগের ব্যবস্থা করা হয় সেই আর্জিও তোলা হয়েছে।












