অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০০ টাকা! তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট

Published on:

Published on:

Taruner Swapno Scheme(3)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে মেলেনি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। নভেম্বর মাসে জানা গিয়েছিল, আগামী একমাসের মধ্যেই ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapno Scheme) ১০০০০ টাকা টাকা দিয়ে দেওয়া হবে। তবে তা হয়নি। নতুন বছর চলে এলেও টাকা এখনও পায়নি পড়ুয়ারা। তাহলে কি এবার আর ট্যাব কেনার টাকা দেওয়া হবে না? এই নিয়েই সর্বশেষ আপডেট জেনে নিন।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে সর্বশেষ আপডেট | Taruner Swapno Scheme

সম্প্রতি জানা গিয়েছে, জানুয়ারি মাসে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ১০ হাজার টাকা জমা হবে। তবে ঠিক কবে দেওয়া হবে সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে। ভার্চুয়াল বৈঠকও হয়ে গিয়েছে। আপাতত আর কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।

গত বছর এই প্রকল্প নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তাই গতবারের থেকে শিক্ষা নিয়ে এ বছর হ্যাকিং বা প্রতারণা আটকানো, যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনওরকম সমস্যা ছাড়াই টাকা ঢোকে সেই লক্ষ্যেই একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে। এ বার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতারণার রুখতে এবার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্র-ছাত্রীদের আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন, যে সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্য সব নথিপত্র সঠিক বলে প্রধানশিক্ষকেরা জানিয়েছেন, সেই সকল পড়ুয়াই সরকারি টাকা পাবে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল রয়েছে। সেক্ষেত্রে সেসব যাতে দ্রুত সংশোধন করা হয় সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক সংগঠনগুলির দাবি, সরকারি কাজের গড়িমসিতেই টাকা পেতে এই বিলম্ব। আবার কেউ বলছেন পুরোটাই নির্বাচনী চমক।

Taruner Swapno Scheme(2)

আরও পড়ুন: হাইকোর্ট নির্দেশের পর SSC SLST নিয়ে এল বড় আপডেট, ইন্টারভিউ ডেট ও কাট-অফ প্রকাশ করল কমিশন

উল্লেখ্য, রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যে অন্যতম হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। এর মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুল পড়ুয়ারাদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। প্রতিবছর ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই এই প্রকল্পের টাকা ঢুকে যায়। কিন্তু এবার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এ পর্যন্ত ঢোকেনি।