বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাদশ-দ্বাদশ (১১–১২) স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে বড় আপডেট দিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এসএলএসটি নিয়োগ (SSC SLST Notice) সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি এবং ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্ত বহু চাকরিপ্রার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমিশন (School Service Commission) সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশ (MAT Number 215/2025, তারিখ: ১৬ জানুয়ারি ২০২৫) অনুযায়ী এই বিজ্ঞপ্তি (SSC SLST Notice) জারি করা হয়েছে। এই ধাপে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই সুযোগ পেয়েছেন, যারা আদালতের নির্দেশ মেনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দাবি পেশ করেছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, মূলত তিনটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। শর্ত গুলি হল –
- যাঁরা ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ২:৩০ মিনিটের মধ্যে রিট পিটিশন দাখিল করেছিলেন
- যাঁদের ১৭ জানুয়ারি ২০২৫ রাত ৮:৩০টা পর্যন্ত নিজেদের ক্যাটাগরি (SC, ST, PH ইত্যাদি) আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল
- যাঁরা সমস্ত নথিপত্র সঠিকভাবে আপলোড করে ৩০ জানুয়ারি ২০২৫ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা পেয়েছিলেন
ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর, যাঁরা নির্ধারিত কাট-অফ মার্কস অর্জন করতে পেরেছেন এবং ‘এলিজিবল’ হিসেবে চিহ্নিত হয়েছেন, শুধুমাত্র তাঁরাই পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন।
কবে ইন্টারভিউ?
কমিশনের (School Service Commission) বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের আগামী ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনের জন্য হাজির থাকতে হবে।
ভেনু: ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (সেকেন্ড অফিস),
ডিকে ৭/২, সল্টলেক সেক্টর–২, কলকাতা–৭০০০৯১
(আনন্দলোক হাসপাতালের পাশে)
কমিশন (School Service Commission) জানিয়েছে, নির্বাচিত প্রার্থীরা ০৫ জানুয়ারি ২০২৬ থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে নিজেদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
বিষয়ভিত্তিক রিপোর্টিং টাইম
ইন্টারভিউ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সমস্ত বিষয়ের ইন্টারভিউ একই দিনে অনুষ্ঠিত হবে।
রিপোর্টিং টাইম – সকাল ১০:৩০টা:
বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, ফিজিক্স, সংস্কৃত, এডুকেশন, হোম সায়েন্স সহ অন্যান্য বিষয়।
রিপোর্টিং টাইম – দুপুর ১:৩০টা:
বিজ্ঞপ্তিতে উল্লিখিত দ্বিতীয় অংশের বিষয়সমূহ (সেকেন্ড হাফ)।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৪৮ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রায় ২০০ থেকে ২৫০ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। তবে নির্ধারিত কাট-অফ মার্কস পূরণ করতে না পারায় বহু প্রার্থী এই ধাপে বাদ পড়েছেন। কিছু বিষয়ের কাট-অফ মার্কস হল –
- হিস্ট্রি: ৭০ (রিটেন ৬০ + অ্যাকাডেমিক ১০)
- জিওগ্রাফি (SC): ৬৫
- এডুকেশন (SC): ৫৮
- পলিটিক্যাল সায়েন্স (SC): ৫৯
- সোশিওলজি (SC-Female): ৬২
- কম্পিউটার অ্যাপ্লিকেশন: ৩৬
তালিকায় মূলত SC, ST এবং PH ক্যাটাগরির প্রার্থীদের সংখ্যা বেশি। জানা গিয়েছে, এদের মধ্যে অনেকেই আগে জেনারেল ক্যাটাগরিতে ছিলেন এবং পরবর্তীতে ক্যাটাগরি আপডেট করেছিলেন।

আরও পড়ুনঃ বিরাট সাফল্য ED-র , রাজ্যে ১৪৫ কোটির বালি দুর্নীতির চার্জশিট জমা, কাদের নাম সামনে এল?
এই ৪৮ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণভাবে নির্ভর করবে ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশনে তাঁদের পারফরম্যান্সের ওপর। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর SSC SLST ১১-১২ শিক্ষক নিয়োগে এই ধাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল (School Service Commission)।












