বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ নির্মাণ নিয়ে ফের কড়া অ্যাকশনে জাস্টিস সিনহা (Justice Amrita Sinha)। খাস কলকাতায় সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে তৃণমূলের দলীয় দফতর (TMC Party Office)। অভিযোগ শুনতেই ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে তার সাফ নির্দেশ তৃণমূলের যে তিনটি দফতর সেখানে রয়েছে, তা অবিলম্বে ভেঙে ফেলতে হবে।
শহর কলকাতায় নিউ টাউনের মত জায়গায় সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে বঙ্গ শাসকদল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। সম্পূর্ণ বেআইনি ভাবে সরকারি জমিতে ওই রাজনৈতিক দলের দপ্তর গড়ে তোলা হয়েছে। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।
জানা গিয়েছিল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘হিডকো’র জমি দখল করে গড়ে তোলা হয়েছে তৃণমূলের পার্টি অফিস। আগে এই মামলায় বেআইনি নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরই শুক্রবার রিপোর্ট দিয়ে হিডকো জানায়, বেআইনি ভাবেই তাদের জমির উপর গড়ে তোলা হয়েছে ওই পার্টি অফিসগুলি।
এদিন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠলে হিডকোর প্ৰতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। বলেন, “ নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না কেন? বেআইনি নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?” এরপরই ওই তিনটি দলীয় দফতর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন: নেতা নয়, এবার বৈদ্য, সোনা, টিঙ্কুদের বাড়িতে আয়কর হানা! কে এরা? পরিচয় সামনে আসতেই তোলপাড়
এদিনের শুনানিতে মামলাকারী আরও দাবি করেন, হিডকোর জমিতে অবৈধভাবে এমন আরও ৩৫টি রাজনৈতিক দফতর গড়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, প্রথম থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থাণে বিচারপতি সিনহা। আর সম্প্রতি গার্ডেনরিচ কাণ্ডের পর রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে আরও কঠোর কলকাতা হাইকোর্ট।