রেলের নতুন চমক! বন্দে ভারত স্লিপার কোচে মিলবে একাধিক হাই-টেক সুবিধা, খরচ কত জানুন?

Updated on:

Updated on:

Vande Bharat Sleeper coach the price do you know
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রী স্বাচ্ছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। তার ওপর আর হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। এই ট্রেনটি হাওড়া থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে। কমলা ও ধূসর রং এর এই ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছতে পারে। তবে জেনে অবাক হবেন এই নতুন ট্রেনের স্লিপার কোচের দাম।

সিসিটিভি থেকে মডার্ন ওয়াশরুম,বন্দে ভারত স্লিপার কোচের দাম জানেন? (Vande Bharat Sleeper)

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তার সমাজ মাধ্যমে বন্দে ভারত স্লিপার ভার্সনের (Vande Bharat Sleeper) একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ট্রেনটির বাইরের থেকে দেখতে কেমন তা দেখানো হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে ট্রেনের ভেতরে অন্দরসজ্জা। এছাড়া সেই ভিডিওটি তুলে ধরে রেলমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘মধ্যবিত্ত পরিবারের নেক্সট জেনারেশনে সাওয়ারি’।

Vande Bharat Sleeper coach the price do you know

আরও পড়ুন: শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘিরে বড় সিদ্ধান্ত, নতুন বছরের শুরুতেই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

জানা যায়, এই ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘন্টার গতিতে ছুটবে। পাশাপাশি ট্রেনটিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের কেভিনেও রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা। তাছাড়া দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে। কোচের ভেতরে রয়েছে সিসিটিভি। ওয়াশরুম রয়েছে অত্যাধুনিক শয্যায় সজ্জিত।‌

এছাড়াও, নতুন এই ট্রেনটি দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম। এই ট্রেনটি নিঃসন্দেহে রেল পরিষেবায় গতি বাড়িয়েছে। এবার দেশের ট্র্যাকেই ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের স্লিপার ভার্সন। এই ট্রেনে মোট ১৬ টি কোচ রয়েছে। যার মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।

এই ট্রেনটি তৈরির খরচ মেট্রোরেলের কোচের তুলনায় কম বলে জানিয়েছেন রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। একটি মেট্রোরেলের কোচের দাম যেখানে সাধারণত ১০-১০.৫ কোটি টাকা হয়ে থাকে। সেখানে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের একটি কোচের দাম প্রায় ৮- সাড়ে আট কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।