বাংলা হান্ট ডেস্কঃ ডিএ মামলার (Dearness Allowance) রায় রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে ২০২৬ সাল চলে এলেও ডিএ বা সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। ডিএ বৃদ্ধি নিয়েও কোনো আপডেট নেই। এই পরিস্থিতিতে জল্পনার শেষ নেই সরকারি কর্মীদের। চলতি বছরই বিধানসভা ভোট। তার আগে কি সরকারি কর্মীদের কথা ভেবে কোনো পদক্ষেপ নেবে রাজ্য সরকার (Government Of west Bengal)?
ডিএ নিয়ে আশ্বাস মমতার মন্ত্রীর | Dearness Allowance
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দু’বার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারেও কি সেই রকমই কোনো পদক্ষেপ নেবে রাজ্য? সকলের নজর এখন সেদিকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে সরকারি কর্মীদের মনে অসন্তোষ পুষে রাখার কাজ সরকার করবে না। কারণ, এই সরকারি কর্মচারীরা ভোট ব্যাঙ্কের একটি বড় অংশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এই আবহেই সম্প্রতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মমতার মন্ত্রী মানস ভূঁইয়া। যাতে জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠনের সভায় মন্ত্রী মানস ভূঁইয়া কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সরকার খুব ভালোভাবেই জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়।
পাশাপাশি বড় মন্তব্য করে রাজ্যের মন্ত্রী বলেন, সরকার চোখ বন্ধ করে নেই। কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, ডিএ নিয়ে তাদের দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। রাজ্যের আর্থিক সঙ্গতি এবং সুযোগ-সুবিধা অনুযায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও মন্তব্য করেছেন মানস ভূঁইয়া। যা বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মন্ত্রীর সাম্প্রতিক আশ্বাসবাণীতে সরকারি কর্মীদেরও বুকে জল এসেছে।

আরও পড়ুন: আচমকাই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গ নিয়ে নয়া সতর্কতা আবহাওয়া দপ্তরের
এদিকে ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টে রিজার্ভ রয়েছে। আজ সোমবার ফের শীর্ষ আদালত খুললে এই মামলার রায়দান হয় কি না সেই দিকে নজর থাকবে সকলের। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডিএ মামলার চূড়ান্ত রায়দান হতে পারে। সত্যিই তা হয় কি না সেটাই দেখার।












