বাংলা হান্ট ডেস্ক: বছর শুরুতে ফের একবার বাড়ল সোনার দাম (Gold Price)। রবিবারের তুলনায় সোমবার হলুদ ধাতুর দর কিছুটা বাড়ল। যার ফলে আবারও মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। মধ্যবিত্তের পাশাপাশি চিন্তার ভাঁজ কপালে পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। আপনি যদি সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একবার আজকের লেস্ট গোল্ড রেট জেনে নিন।
সপ্তাহের শুরুতে সোনার দামে চমক! জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। জেনে নিন আজকের লেটেস্ট প্রাইস।

আরও পড়ুন: বাঙালির শীতকাল মানেই পিঠে-পুলি, পৌষপার্বণে বানান নরম গোকুল পিঠে, জানুন রেসিপি
সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। কোলকাতার পাশাপাশি দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৬ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৫৫০ টাকা। আজ মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৬ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪৫০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। এছাড়াও, আজ জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৬ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৫৫০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা।
প্রসঙ্গত, সোনা বরাবর কেনা হয় ক্যারেটের উপর নির্ভর করে। কারণ সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। এই ক্যারেটের উপর নির্ভর করে যেহেতু সোনা কেনা হয়, তাই ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর (Gold Price) বেশি থাকে সবসময়।












