বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই ২০২২ এর মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহাড় জেল। দীর্ঘ এই সময়ের মধ্যে বহু বার জামিনের আর্জি জানান কেষ্ট। তবে কোনও বারই সুরাহা মেলেনি। আড় এবারেও মিলল না স্বস্তি। এদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি।
এদিন অনুব্রতর জামিনের আবেদনের শুনানি ১০ সপ্তাহ পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আরও আড়াই মাস দিল্লির তিহাড় জেলেড় ঘানি টেনেই কাটাতে হবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। পঞ্চায়েত ভোটের পর এই প্রথম লোকসভা ভোটও অনুব্রতহীন বাংলা, অনুব্রতহীন বীরভূম।
দীর্ঘদিন ধরেই নানা পন্থায় জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনও ছুটছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও আবার দিল্লি হাই কোর্ট। যদিও কোথাওই স্বস্তি মেলেনি। সম্প্রতি জামিনের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এদিন সেই মামলার শুনানিতেই অনুব্রতর জামিন মামলা ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিল শীর্ষ আদালত।
সূত্রের খবর, আগামী জুলাই মাসে ফের মামলা শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে। আর ততদিন কেষ্টর ঠিকানা দিল্লির তিহাড় জেল। প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । পরে তাকে গ্রেফতার করে ইডিও। সেই সময় থেকে শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে তার। মেয়ে সুকন্যাকে নিয়ে দিল্লির তিহাড়েই রয়েছেন বাংলার কেষ্ট।
আরও পড়ুন: ‘সবে শুরু, ভোট মিটলেই সব সত্যি সামনে…’, সন্দেশখালির স্টিং নিয়ে মুখ খুললেন শাহজাহান
অনুব্রত ছাড়া একেবারেই বদলে গিয়েছে জেলার চিত্র। ভোটের বীরভূমে এবার আর উত্তাপ চড়ছে না। তবে কেষ্ট স্বশরীরে উপস্থিত না থাকলেও তার দেখানো পথে, তার নিজের হাতে তৈরী করে দেওয়া সংগঠনকে কাজে লাগিয়েই এবারেও ভোট হবে বলে মত অনুব্রতর অনুগামীদের।