খরচ হবে না ২০০ টাকাও! হয়ে যাবে সিকিম সফর! অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। পাহাড়, সমুদ্র, জঙ্গল- এই তিন নিয়েই পশ্চিমবঙ্গ। পাহাড় ভ্রমণের কথা মাথায় আসলেই আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে দার্জিলিংয়ের ছবি। এছাড়াও বাংলার বাইরে বাঙালির সবথেকে প্রিয় হিল স্টেশন সিকিম (Sikkim)। সিকিমে আগত পর্যটকদের মধ্যে সবথেকে বেশি বাঙালি।

পাহাড়ে ঘোরার ক্ষেত্রে অনেককেই চিন্তায় ফেলে খরচ। অনেক পর্যটক সিকিম যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করেন। সেক্ষেত্রে অনেকটাই বেশি পড়ে যায় খরচ। তবে আপনি কি জানেন মাত্র ১৯০ টাকা খরচ করলেই খুব সহজে বাসে করে পৌঁছে যেতে পারবেন সিকিম? বাসের টিকিট বুক করার জন্য আপনাকে দীর্ঘক্ষন দাঁড়াতে হবে না কাউন্টারেও।

আরোও পড়ুন : অসংরক্ষিত, প্ল্যাটফর্ম টিকিট কাটা নিয়ে ভোগান্তির দিন শেষ! নয়া ব্যবস্থা চালু রেলের, উচ্ছ্বসিত যাত্রীরা

গাড়ি করে শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম যেতে গেলে প্রায় চার হাজার টাকার কাছাকাছি খরচ হয়। তবে এর থেকে অনেক সস্তা মাধ্যম রয়েছে সিকিম পৌঁছানোর জন্য। মোবাইলের অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে আপনারা সিকিমে যাওয়ার বাস বুক করতে পারেন। নন এসি ও এসি এই দুই ধরনের সরকারি বাস উপলব্ধ রয়েছে সিকিম যাওয়ার জন্য।

আরোও পড়ুন : প্রয়াত অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার সহ অভিনেতা! নেপথ্যে কাহিনী শুনলে চোখে জল আসবে

অনলাইনে আগে থেকে আপনারা বাসের টিকিট কেটে রাখতে পারেন। আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন সিকিম সরকারের বাসে। এই বাসে রয়েছে লাগেজ রাখার ব্যবস্থাও। বাসে করে দুপাশের মনোরম প্রকৃতি উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন সিকিম। শিলিগুড়ি থেকে সিকিমের বাস ভাড়া মাথাপিছু ১৯০ টাকা।

north sikkim lachung 147791684013o

গ্যাংটকের ভাড়াও ১৯০ টাকা। অন্যদিকে, সিকিম যাওয়ার এসি বাস প্রতিদিন সকাল আটটা থেকে ছাড়ে। এসি বাসের ভাড়া ৩৫০ টাকা। ৩৮৫ টাকা বাস ভাড়া পড়বে মঙ্গন যাওয়ার জন্য। ২২৫ টাকা বাস ভাড়া খরচ করতে হবে পেলিং যেতে হলে। অপরদিকে, সিকিম থেকে শিলিগুড়ি ফিরে আসার জন্যও পেয়ে যাবেন বাস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর