তিনবার ফেল করেও মানেননি হার, অবশেষে UPSC ক্র্যাক করে শ্রীরামপুরের তরুণী উজ্জ্বল করলেন বাংলার মুখ

বাংলাহান্ট ডেস্ক : নিজের স্বপ্ন পূরণের পথে চলতে গিয়ে বারবার প্রতিকূলতা এসেছে। তবে সেই সব প্রতিকূলতাকে এক লহমায় দূরে ঠেলে দিয়েছেন শ্রীরামপুরের (Serampore) এই তরুণী। একাধিকবার চেষ্টার পর অবশেষে এই তরুণী সফলতার মুখ দেখলেন ইউপিএসসিতে (Union Public Service Commission)।

তিন তিনবার ব্যর্থ হওয়ার পরেও এই তরুণী ছেড়ে দেননি চেষ্টা। ইউপিএসসিতে ভালো ফল করার জন্য শ্রীরামপুরের তরুণী চেষ্টা করছেন সেই ২০২০ সাল থেকে। দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে এই তরুণী পেলেন সফলতার স্বাদ। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা অনুষ্কা সরকারকে (Anushka Sarkar UPSC) এখন এক ডাকে চেনেন এলাকার মানুষজন।

আরোও পড়ুন : জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট! ‘দিদি কিছু শোনেই না’, শেষবেলায় প্রচারে বেরিয়েও ক্ষোভের মুখে শতাব্দী

সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন অনুষ্কা। লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক হন তিনি। এরপর এনআইটি উড়িষ্যায় ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের লক্ষ্যে। স্নাতকোত্তরের পড়াশোনা চলাকালীন অনুষ্কাকে উত্তরপ্রদেশের এক সহপাঠী ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে বলেন।

আরোও পড়ুন : যাত্রীদের জন্য সুখবর, রাজ্য পাবে আরও একটি মেট্রো রুট! কোথা থেকে কোথায় যাবে? জানুন বিস্তারিত

প্রথমবার কোনওরকম প্রস্তুতি ছাড়াই ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন অনুষ্কা। প্রথমবার আসে ব্যর্থতা। স্নাতকোত্তর পড়া শেষ হলে অনুষ্কা ভর্তি হন রাজ্য সরকার অনুমোদিত সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে। যত দিন যায় ততই চলতে থাকে লড়াই। ব্যর্থতা এসেছে বারবার। কিন্তু সেই ব্যর্থতাকে সঙ্গী করেনি এই বঙ্গ কন্যা।

লড়াই চালিয়ে গেছেন ভারতের অন্যতম কঠিন পরীক্ষায় সফলতা অর্জনের জন্য। অবশেষে ইউপিএসসি পরীক্ষায় ৪২৬ র‍্যাঙ্ক করে সবাইকে চমকে দিলেন অনুষ্কা। ইউপিএসসির জন্য অপেক্ষা না করে অনুষ্কা বিদেশের একাধিক ইনস্টিটিউটে পাবলিক পলিসি এবং সোশ্যাল পলিসি সংক্রান্ত বিষয়ে মাস্টার্স করার জন্য আবেদনও করেছেন।

Screenshot 2024 05 12 12 44 59 90 680d03679600f7af0b4c700c6b270fe7

অফার পেয়েছেন লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স, কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে। অনুষ্কা বলছেন, প্রথম তিনবার ব্যর্থতা এসেছিল। মেইন পরীক্ষা তো দূর, পাস করতে পারেননি প্রিলি এক্সামেও। ব্যর্থতা এসেছে মানেই যে হাল ছেড়ে দিতে হবে সেটা কিন্তু নয়। উল্টে আরো পরিশ্রম করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ব্যর্থতা মানে যে সব শেষ সেটা কখনো মনে করলে চলবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর